ঢাকা প্রিমিয়ার লিগের (ডিপিএল) ম্যাচ খেলতে নেমে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন তামিম ইকবাল। গত সোমবার বুকে ব্যথা অনুভব করায় দ্রুত সাভারের কেপিজে স্পেশালাইজড হাসপাতালে নেওয়া হয় তাকে। পরে পরীক্ষায় জানা যায়, তামিম দুবার হার্ট অ্যাটাকের শিকার হয়েছেন। চিকিৎসকরা তার হার্টে ব্লক শনাক্ত করে একটি রিং পরিয়ে দেন।
বর্তমানে তামিম শঙ্কামুক্ত থাকলেও সম্পূর্ণ স্বাভাবিক জীবনে ফিরতে কিছুটা সময় লাগবে। বর্তমানে ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন আছেন তিনি।
তামিমের সুস্থতা কামনায় ক্রিকেট বিশ্বের তারকারা
বাংলাদেশের এই তারকা ক্রিকেটারের অসুস্থতার খবর ছড়িয়ে পড়তেই বিশ্ব ক্রিকেটের অনেক তারকা তার দ্রুত সুস্থতা কামনা করেছেন।
বাবর আজম
পাকিস্তানের অধিনায়ক বাবর আজম তার ইনস্টাগ্রাম স্টোরিতে লিখেছেন—
“দ্রুত সুস্থ হয়ে ওঠো।”
এর সঙ্গে তিনি একটি মোনাজাতের ইমোজি যোগ করেছেন।
যুবরাজ সিং
ভারতের বিশ্বকাপজয়ী সাবেক অলরাউন্ডার যুবরাজ সিং লিখেছেন—
“তামিম ও তার পরিবারের প্রতি আমার দোয়া ও শুভকামনা। আগেও তুমি কঠিন পরিস্থিতির মোকাবিলা করেছো এবং শক্তিশালী হয়ে ফিরে এসেছো। এবারও ব্যতিক্রম হবে না। দ্রুত সুস্থ হয়ে ওঠো। শক্ত থাকো, চ্যাম্পিয়ন।”
সিকান্দার রাজা
জিম্বাবুয়ের তারকা অলরাউন্ডার সিকান্দার রাজা লিখেছেন—
“তামিম ভাইয়ের অসুস্থতার খবর শুনে খুব খারাপ লাগছে। আল্লাহ যেন আপনাকে দ্রুত সুস্থ করেন এবং প্রিয়জনদের মাঝে হাসিমুখে ফিরিয়ে দেন। এই বার্তা যিনিই দেখবেন, অনুরোধ করছি তামিম ভাইয়ের জন্য দোয়া করবেন। জাজাকাল্লাহ।”
মনোজ তিওয়ারি
ভারতের সাবেক ক্রিকেটার মনোজ তিওয়ারি লিখেছেন—
“এই লড়াইটা তোমাকে জিততেই হবে বন্ধু, একেবারে ট্রেডমার্ক তামিম ইকবাল স্টাইলে। প্রার্থনা।”
ভক্তদের শুভকামনা ও দোয়া
শুধু ক্রিকেটাররা নয়, তামিমের অসংখ্য ভক্তও তার দ্রুত সুস্থতা কামনা করে সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করছেন। সবার একটাই প্রার্থনা— শীঘ্রই মাঠে ফিরুন বাংলাদেশের অন্যতম সেরা এই ওপেনার।