ঢাকা প্রিমিয়ার লিগের (ডিপিএল) ষষ্ঠ রাউন্ডের প্রথম দিনে (মঙ্গলবার) তিনটি ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। ব্যাটসম্যানদের দাপটে দিনটি ছিল রানের বন্যায় ভরা।
বিজয়ের ম্যারাথন ইনিংসে গাজী গ্রুপের বিশাল সংগ্রহ
বিকেএসপির ৪ নম্বর মাঠে মোহামেডান স্পোর্টিং ক্লাবের বিপক্ষে প্রথমে ব্যাট করে গাজী গ্রুপ ক্রিকেটার্স। এনামুল হক বিজয়ের দুর্দান্ত সেঞ্চুরিতে ৩৩৬ রানের বিশাল সংগ্রহ দাঁড় করায় দলটি।
বিজয় খেলেন ১৪৩ বলে ১৪৯ রানের চমৎকার ইনিংস
ওপেনার সাদিকুর করেন ৬০ রান, বিজয়ের সঙ্গে গড়েন ১৪১ রানের জুটি
শেষ দিকে তোফায়েল আহমেদের ২৯ বলে ৬৩ রানের ঝোড়ো ইনিংসে বড় সংগ্রহ পায় গাজী গ্রুপ
তাসকিনের বাজে দিন
মোহামেডানের হয়ে তাসকিন আহমেদ ৩ উইকেট নিলেও ১০ ওভারে খরচ করেছেন ১০৭ রান। বল হাতে ‘সেঞ্চুরি’ করতে চাননি তিনি, তবে এদিন সেটাই হয়েছে।
আবাহনী বনাম লিজেন্ডস অব রূপগঞ্জ: ৩০০-এর কাছাকাছি সংগ্রহ
বিকেএসপির আরেক মাঠে লিজেন্ডস অব রূপগঞ্জের বিপক্ষে প্রথমে ব্যাট করে আবাহনী ২৯২ রান তোলে।
সাইফ হাসান করেন ৬৭ রান
মাহমুদুল জয় করেন ৫৮ রান
প্রাইম ব্যাংকের বড় সংগ্রহ মিরপুরে
মিরপুর শের-ই বাংলা স্টেডিয়ামে প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাব এবং ধানমন্ডি স্পোর্টস ক্লাবের ম্যাচেও বড় সংগ্রহ হয়েছে।
প্রাইম ব্যাংক ৫ উইকেট হারিয়ে ৩০৮ রান সংগ্রহ করে
জাকির হাসান সর্বোচ্চ ৬৪ রান করেন
শামীম পাটোয়ারী করেন ৬২ রান, ইরফান শুক্কুর করেন ৫৬ রান
ব্যাটসম্যানদের দাপটে ডিপিএলের এই রাউন্ড ছিল রানউৎসবের এক বিশেষ দিন!