নিশ্চিতভাবেই এটি মেহেদি হাসান মিরাজের জন্য স্মরণীয় এক টেস্ট সিরিজ। সিলেটে বল হাতে নৈপুণ্য দেখানোর পর চট্টগ্রামে তিনি জ্বলে উঠেছেন ব্যাট হাতে। মিডল অর্ডারের ধসের মাঝে লড়াকু এক ইনিংস খেলে টেস্ট ক্যারিয়ারের দ্বিতীয় সেঞ্চুরি তুলে নিয়েছেন জাতীয় দলের এই নির্ভরযোগ্য অলরাউন্ডার।
সেঞ্চুরির পথে মিরাজ গড়েছেন দুটি দারুণ জুটি—তাইজুল ইসলামের সঙ্গে ৬৩ রান এবং তানজিম হাসান সাকিবের সঙ্গে ৯৫ রানের পার্টনারশিপ। মজার বিষয়, মিরাজের প্রথম টেস্ট সেঞ্চুরিটাও এসেছিল এই চট্টগ্রামেই।
ব্যাট হাতে সেঞ্চুরি করেই থেমে থাকেননি, মিরাজ গড়েছেন অনন্য এক রেকর্ডও। সাকিব আল হাসানের পর মাত্র দ্বিতীয় বাংলাদেশি হিসেবে টেস্টে ২০০০ রান এবং ২০০ উইকেটের ডাবল পূরণ করেছেন তিনি। তবে মিরাজ এটি করেছেন আরও দ্রুত, মাত্র ৫৩টি টেস্টে, যেখানে সাকিবের লেগেছিল ৫৪ ম্যাচ।
বিশ্ব ক্রিকেটে মিরাজ এখন দ্রুততম এই ডাবল পূরণকারীদের তালিকায় যৌথভাবে পঞ্চম। তার আগে আছেন ইয়ান বোথাম (৪২ টেস্ট), ইমরান খান (৫০), কপিল দেব (৫০) এবং রবিচন্দ্রন অশ্বিন (৫১)। মিরাজের সঙ্গে একই ম্যাচসংখ্যায় (৫৩) এই মাইলফলক ছুঁয়েছেন ভারতের অলরাউন্ডার রবীন্দ্র জাদেজা।
সিলেটে ক্যারিয়ারের ৫২তম টেস্টে ২০০তম উইকেট তুলে নেন মিরাজ। এরপর চট্টগ্রামে ৫৩তম ম্যাচেই ২০০০ রানের ঘরে পা রাখেন তিনি।
দ্রুততম সময়ে টেস্টে ২০০০ রান ও ২০০ উইকেটের ডাবল:
ইয়ান বোথাম (ইংল্যান্ড) – ৪২ টেস্ট
ইমরান খান (পাকিস্তান) – ৫০ টেস্ট
কপিল দেব (ভারত) – ৫০ টেস্ট
রবিচন্দ্রন অশ্বিন (ভারত) – ৫১ টেস্ট
মেহেদি হাসান মিরাজ (বাংলাদেশ) – ৫৩ টেস্ট
রবীন্দ্র জাদেজা (ভারত) – ৫৩ টেস্ট
এই মাইলফলক মিরাজকে শুধুই বাংলাদেশের নয়, বিশ্ব ক্রিকেটের এক মর্যাদাপূর্ণ অলরাউন্ডারদের কাতারে নিয়ে এসেছে।