দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলতে ইতোমধ্যে সিলেটে পৌঁছেছে জিম্বাবুয়ে দল। আগামীকাল (রবিবার) সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে সিরিজের প্রথম টেস্টে মুখোমুখি হবে বাংলাদেশ ও জিম্বাবুয়ে। তার আগে আজ (শনিবার) সংবাদ সম্মেলনে আসেন টাইগারদের টেস্ট অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। জানিয়েছেন দলের প্রস্তুতি এবং ভালো উইকেট পাওয়ার আশার কথা।
সংবাদ সম্মেলনে শান্ত বলেন,
“আমার মনে হয় প্রস্তুতি খুব ভালো হয়েছে। ফ্যাসিলিটিজ অনুযায়ী উইকেটগুলো বেটার ছিল। আমরা যেমন উইকেটে অনুশীলন করতে চেয়েছিলাম, সেই রকম ফ্যাসিলিটিজ পেয়েছি। মাঠের দায়িত্বে যারা আছেন, তাদের ধন্যবাদ। আশা করছি ম্যাচেও এমন উইকেটই পাবো। আলহামদুলিল্লাহ, সবাই ভালো প্রস্তুতি নিতে পেরেছে।”
শুধু ম্যাচে নেমে খেলা নয়, বরং প্রতিটি ম্যাচে জয়ের মানসিকতা নিয়ে নামতে চায় বাংলাদেশ, জানালেন টাইগার অধিনায়ক। তার ভাষায়,
“আমি অধিনায়ক হিসেবে বিশ্বাস করি প্রতিটি ম্যাচেই জয়ের লক্ষ্য নিয়ে মাঠে নামা উচিত। শুধু গড়পড়তা পারফরম্যান্স নয়, বরং কিছু নতুন করার পরিকল্পনাও রয়েছে আমাদের। সেটাই কাল থেকেই শুরু করতে চাই। প্রস্তুতি অনুযায়ী সবাই মানসিকভাবে তৈরি।”
টেস্ট ক্রিকেটে বাংলাদেশের ‘কালচার’ নিয়ে কিছুটা আক্ষেপও ঝরেছে শান্তর কণ্ঠে।
“এত বছর টেস্ট খেলার পরেও যখন আমাদের এই সংস্কৃতি নিয়ে কথা বলতে হয়, তখন সেটা দুঃখজনক লাগে। তবে গত বছর আমরা যেভাবে এগিয়েছি, সেটার ধারাবাহিকতা রাখতে চাই। টেস্ট চ্যাম্পিয়নশিপে ১২ ম্যাচের মধ্যে ৪টিতে জয় পেয়েছি, যার বেশিরভাগই ছিল বড় দলের বিপক্ষে।”
আগামীকাল থেকে শুরু হতে যাওয়া টেস্ট সিরিজে নতুন কিছু উপহার দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে মাঠে নামছে শান্তর নেতৃত্বাধীন বাংলাদেশ দল। নিজেদের ঘরের মাঠে সাদা পোশাকের লড়াইয়ে জিম্বাবুয়ের বিপক্ষে দাপুটে শুরু করতে মুখিয়ে টাইগাররা।