বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের অধিনায়কত্ব ছাড়ার সিদ্ধান্ত নিয়েছেন নাজমুল হোসেন শান্ত। শান্তর এই সিদ্ধান্তে বেশ সাড়া পড়েছে দেশের ক্রিকেটে। এই পরিস্থিতিতে টেস্ট দলের অভিজ্ঞ স্পিনার তাইজুল ইসলাম জানিয়েছেন, অধিনায়কত্বের প্রস্তাব পেলে তিনি তা গ্রহণ করতে পুরোপুরি প্রস্তুত।
দশ বছর ধরে জাতীয় দলে খেলে আসা তাইজুল বর্তমানে টেস্ট দলের অন্যতম সিনিয়র সদস্য। তাইজুলের দীর্ঘ অভিজ্ঞতা ও দলের প্রতি অবদানের কারণে তাকে সম্ভাব্য নেতৃত্ব প্রার্থী হিসেবে বিবেচনা করা হচ্ছে। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজের দ্বিতীয় টেস্টের আগে সংবাদ সম্মেলনে তাইজুলকে নেতৃত্বের প্রস্তাব প্রসঙ্গে প্রশ্ন করা হলে তিনি বলেন, “১০ বছর ধরে যেহেতু খেলছি, পুরোটাই তৈরি।”
সংবাদ সম্মেলনে তাইজুলের কাছে তার অভিজ্ঞতার গুরুত্ব এবং অধিনায়কদের তিনি কীভাবে সহায়তা করেন, সে বিষয়ে জানতে চাওয়া হয়। জবাবে তাইজুল বলেন, “ব্যক্তিগতভাবে আমি দলের প্রয়োজনে নিজের অভিজ্ঞতাগুলো প্রয়োগ করি। তবে মাঠে পরিস্থিতি অনুযায়ী ফিল্ডিং পজিশন বা প্রতিপক্ষ ব্যাটারকে আউট করার জন্য পরিকল্পনা সাজাতে আমি অনেক সময় অধিনায়ককে সহযোগিতা করি। অধিনায়ক আমাকে জিজ্ঞেস করলে আমি সাধ্যমতো সাহায্য করার চেষ্টা করি।”