টি-টোয়েন্টি লিগে ধারাবাহিক সাফল্য অব্যাহত রেখেছে মুম্বাই ইন্ডিয়ান্স। এবার যুক্তরাষ্ট্রের মেজর লিগ ক্রিকেটেও (এমএলসি) শিরোপা জিতে নিয়েছে তাদের ফ্র্যাঞ্চাইজি এমআই নিউ ইয়র্ক। তিন আসরের মধ্যে এটি তাদের দ্বিতীয় শিরোপা।
ডালাসে আজ ভোরে অনুষ্ঠিত ফাইনালে ওয়াশিংটন ফ্রিডমকে ৫ রানে হারিয়ে চ্যাম্পিয়ন হয় এমআই নিউ ইয়র্ক। প্রথমে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে ১৮০ রান তোলে তারা। দলের ইনিংসের বড় ভরসা ছিলেন কুইন্টন ডিকক। আইপিএলে কলকাতার হয়ে খেলা এই দক্ষিণ আফ্রিকান ব্যাটার ৪৬ বলে ৭৭ রানের দুর্দান্ত ইনিংস খেলেন।
অধিনায়ক নিকোলাস পুরান করেন ২১ রান, আর শেষ দিকে ঝড়ো ব্যাটিং করেন কুয়রজিৎ সিং, ১৩ বলে ২২ রান করে দলের স্কোর টানেন। ওয়াশিংটনের বোলারদের মধ্যে সবচেয়ে সফল ছিলেন লকি ফার্গুসন, ৪ ওভারে মাত্র ২১ রান দিয়ে শিকার করেন ৩ উইকেট। তবে অধিনায়ক গ্লেন ম্যাক্সওয়েল ছিলেন বেশ খরুচে—৪ ওভারে দেন ৪৬ রান।
জবাবে ব্যাট করতে নেমে খুব বাজে শুরু করে ওয়াশিংটন ফ্রিডম। ইনিংসের শুরুতেই মাত্র শূন্য রানে ২ উইকেট হারায় তারা। এরপর রাচিন রবীন্দ্র ও জ্যাক এডওয়ার্ডস দলের হাল ধরেন, গড়েন ৮৪ রানের জুটি। তবে ১৬তম ওভারে রাচিন আউট হলে চাপ বাড়ে ওয়াশিংটনের ওপর।
ম্যাচ তখনো হেলে ছিল না, কারণ ক্রিজে ছিলেন গ্লেন ম্যাক্সওয়েল ও গ্লেন ফিলিপ্স। কিন্তু ম্যাচের ডেথ ওভারে দারুণ নিয়ন্ত্রিত বোলিং করে মুম্বাই ইন্ডিয়ান্স। শেষ ওভারে জয়ের জন্য প্রয়োজন ছিল ১২ রান। তখন বল হাতে তুলে দেওয়া হয় ২২ বছর বয়সী রুশিল উগারকরকে। অভিজ্ঞ দুই ব্যাটারকে সামলে রাখেন এই তরুণ। বড় শট খেলতে না দিয়ে তিনি তুলে নেন ম্যাক্সওয়েলের উইকেটও।
শেষ পর্যন্ত ৪৮ রানে অপরাজিত থাকলেও ফিলিপ্স দলকে জেতাতে পারেননি। ৫ রানের রোমাঞ্চকর জয় তুলে নেয় এমআই নিউ ইয়র্ক, আর নিজেদের দ্বিতীয় এমএলসি শিরোপা তুলে নেয় কাতালান মালিকানার এই ফ্র্যাঞ্চাইজি।