ফুটবলের রেকর্ডবুক যেন দিন দিন মেসির নিয়ন্ত্রণে চলে যাচ্ছে। গোল, অ্যাসিস্ট কিংবা হ্যাটট্রিক—প্রায় সব গুরুত্বপূর্ণ মাইলফলকেই তার নাম জড়িয়ে যাচ্ছে। মাত্র তিন দিনের ব্যবধানে জাতীয় দল এবং ক্লাব দুই জায়গাতেই হ্যাটট্রিক করেছেন লিওনেল মেসি। মেজর লিগ সকারে ইন্টার মায়ামিকে নিয়ে গেছেন নতুন উচ্চতায়, যেখানে এখন তাদের কাছে লিগের সর্বোচ্চ পয়েন্টও রয়েছে।
মেসি যেন তিনের ধাঁধায় আটকা পড়েছেন। ইনজুরি থেকে ফিরে আবারও ভয়ংকর ফর্মে এসেছেন। আর্জেন্টিনার হয়ে বিশ্বকাপ বাছাইপর্বে হ্যাটট্রিকের পর, মাত্র তিন দিনের ব্যবধানে ইন্টার মায়ামির হয়েও হ্যাটট্রিক করেছেন। তার গোল করার সামর্থ্য যেন অবিশ্বাস্য এক নিয়মে বাঁধা।
মেসি যখন মাঠে থাকেন, রেকর্ডের বই ওলোটপালট হওয়াটা স্বাভাবিক। নিউ ইংল্যান্ডের বিপক্ষে ইন্টার মায়ামির হয়ে মেসি বদলি হিসেবে নামলেও ম্যাচে গোল করাটা তার কাছে সময়ের ব্যাপার। ৭৮ মিনিটে প্রথম গোল করার পর, ৮৯ মিনিটে হ্যাটট্রিক পূর্ণ করেন তিনি।
এই ম্যাচের সঙ্গেই মেসি আরেকটি রেকর্ড নিজের করে নিয়েছেন। ফুটবল ইতিহাসে পেনাল্টি ছাড়া সবচেয়ে বেশি গোলের তালিকায় মেসি এখন শীর্ষে, ৭৪০টি গোল করে। এই রেকর্ডে তিনি পিছনে ফেলেছেন পর্তুগিজ সুপারস্টার ক্রিশ্চিয়ানো রোনালদোকে, যার পেনাল্টিহীন গোলের সংখ্যা ৭৩৯। এছাড়া, হ্যাটট্রিকের হিসাবেও মেসি এগিয়ে আছেন। পেনাল্টি ছাড়া হ্যাটট্রিকের সংখ্যায় মেসির ঝুলিতে আছে ৪৪টি, যেখানে রোনালদোর আছে মাত্র ২৮টি।
মেসির দল ইন্টার মায়ামিও রেকর্ড গড়েছে। শেষ ম্যাচে নিউ ইংল্যান্ডকে ৬-২ গোলে হারিয়ে মায়ামি মেজর লিগ সকারের সর্বোচ্চ পয়েন্টধারী হয়ে উঠেছে। নিউ ইংল্যান্ডের ৭১ পয়েন্টকে পেছনে ফেলে, এখন মেসি-সুয়ারেজদের মায়ামির পয়েন্ট ৭৩।
মেসির এই জাদুকরী পারফরম্যান্সের দিনেই ইন্টার মায়ামি তুলে নিয়েছে পূর্বনির্ধারিত সাপোর্টার্স শিল্ড, যা মেসির ক্যারিয়ারের ৪৬তম ট্রফি।