ফিফা ক্লাব বিশ্বকাপের সেমিফাইনালে প্যারিস সেন্ট জার্মেইনের (পিএসজি) মুখোমুখি হওয়ার আগে অপ্রত্যাশিত বিড়ম্বনায় পড়েছে রিয়াল মাদ্রিদ। নির্ধারিত সময়ের আগেই নিউইয়র্কে পৌঁছানোর কথা থাকলেও, ঝড়বৃষ্টির কারণে তাদের ফ্লাইট বিলম্বিত হয়। ফলে নির্ধারিত সংবাদ সম্মেলন ও মিক্সড জোনে উপস্থিত থাকতে পারেননি রিয়ালের কোচ জাভি আলোনসোসহ দলের অন্যান্য সদস্যরা।

মায়ামি থেকে নিউইয়র্কের উদ্দেশে যাত্রা করার পথে ঝড়ের কবলে পড়ে রিয়ালকে বহনকারী বিমান। সময়মতো না পৌঁছানোয় কোচ আলোনসোর সংবাদ সম্মেলনের সময় পিছিয়ে স্থানীয় সময় রাত ৮:১৫-তে নির্ধারণ করা হলেও, শেষ পর্যন্ত রিয়ালের বহর মেটলাইফ স্টেডিয়ামে পৌঁছায় রাত ৮:৫২ মিনিটে। এত দেরিতে পৌঁছানোর কারণে সংবাদ সম্মেলন ও মিক্সড জোন বাতিল করে ফিফা।

‘দ্য অ্যাথলেটিক’-এর বরাতে জানা যায়, সংবাদ সম্মেলনে কোচ আলোনসোর সঙ্গে গোলরক্ষক থিবো কোর্তোয়া, মিডফিল্ডার ফেদেরিকো ভালভার্দে এবং জ্যাকব র‌্যামনের অংশ নেওয়ার কথা ছিল। মিক্সড জোনে অংশগ্রহণের সময় নির্ধারিত ছিল সন্ধ্যা ৭:০০ থেকে ৭:৪৫ পর্যন্ত। কিন্তু ৭:২৮ মিনিটেও তারা আকাশে থাকায়, ফিফা ৬ মিনিট পরেই পুরো মিডিয়া কার্যক্রম বাতিলের ঘোষণা দেয়।

রিয়ালের অনুপস্থিতি নিয়ে পিএসজি কোচ লুইস এনরিকে জানান,
‘তিনি (আলোনসো) এখনও আসেননি? সত্যি? আমি জানতাম না তাদের ফ্লাইটে সমস্যা হয়েছে। তবে আমার কাছে এটা কোনো বড় বিষয় না। আশা করি, তারা নিরাপদে পৌঁছেছে।’

রিয়াল এর আগে কোয়ার্টার ফাইনালে বরুসিয়া ডর্টমুন্ডকে হারিয়ে সেমিফাইনাল নিশ্চিত করে। প্রথমে নিউইয়র্কে ক্যাম্প করার পরিকল্পনা থাকলেও, পরে সিদ্ধান্ত পরিবর্তন করে ফ্লোরিডার পাম বিচেই অনুশীলন চালিয়ে যায় দলটি।

তবে, ম্যাচের আগের দিন সংবাদ সম্মেলনে অংশগ্রহণ বাধ্যতামূলক—এমনটাই বলা আছে ফিফার ক্লাব বিশ্বকাপ সংক্রান্ত নিয়মাবলির ৪.৩ (ই) এবং ৪.৫ অনুচ্ছেদে। নিয়ম অনুযায়ী, ফিফার কোনো নতুন নির্দেশনা না থাকলে, সংবাদ সম্মেলন ও মিডিয়া কার্যক্রমে অংশ নেওয়া প্রতিটি দলের জন্য অপরিহার্য। ফলে রিয়ালের এই অনুপস্থিতি তাদের জন্য শাস্তির কারণ হতে পারে বলে গুঞ্জন উঠেছিল।

তবে পরে রিয়াল মাদ্রিদের এক মুখপাত্র জানিয়েছেন,
‘আবহাওজনিত জরুরি পরিস্থিতির কারণে আমরা নির্ধারিত সময়ের মধ্যে পৌঁছাতে পারিনি। তবে ফিফা এ ঘটনায় কোনো শাস্তি বা জরিমানা দেবে না।’

সান্ত্বনার খোঁজে থাকা রিয়াল এবার ইউরোপ চ্যাম্পিয়ন পিএসজিকে হারিয়ে ফিফা ক্লাব বিশ্বকাপের ফাইনালে উঠতে চায়। ম্যাচটি অনুষ্ঠিত হবে আজ (বুধবার) রাত ১টায়, নিউইয়র্কের মেটলাইফ স্টেডিয়ামে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts