কোপা আমেরিকায় রবিবার (২৩ জুন) সকালে আসরে গ্রুপ ‘বি’ এ নিজেদের প্রথম ম্যাচেই জয় পেয়েছে মেক্সিকো। তারা ১-০ গোলে হারিয়েছে জ্যামাইকাকে। মেক্সিকোর হয়ে একমাত্র গোলটি করেন মেন্টারের লেফট ব্যাক জেরার্দো আর্তেগা। তবে ম্যাচ জয়ের আনন্দের সাথে যোগ হয়েছে হতাশা ও বাড়তি শঙ্কা। দলের অধিনায়ক এডসন আলভারেসের হ‍্যামস্ট্রিংয়ের চোটের কারণে ছিটকে যেতে পারেন টুর্নামেন্ট থেকেই।

আলভারেজ মেক্সিকোর অভিজ্ঞ খেলোয়াড়দের মধ্যে একজন । তিনি ওয়েস্ট হ‍্যামের হয়ে খেলেন ইংলিশ প্রিমিয়ার লিগের। ম্যাচের ৩০ মিনিটের মাথায় পায়ে চোট পেয়ে অশ্রু ভারাক্রান্ত চোখে মাঠ ছাড়েন তিনি। ম্যাচের প্রথম আর্ধ গোল শূন্য থাকলেও মেক্সিকো পঞ্চম মিনিটে জ্যামাইকার জালে বল পাঠান। তবে রেফারির বাঁশি হতাশায় ডুবায় ভিএআরে দেখে অফসাইডের কারণে গোল বাতিল। সান্তিয়াগো হিমেনেস, আর্তেগা,লুইস শাভেজের কয়েকটা চেষ্টা দারুণ দক্ষতায় ঠেকিয়ে দেন জ‍্যামাইকা গোলরক্ষক জামালি ওয়েট। অবশেষে ৬৯তম মিনিটে জোরালো এক শটে জামালি ওয়েটকে পরাস্ত করে বল জালে পাঠান আর্তেগা।

মেক্সিকো-জ্যামাইকা দুই দলই তাদের অভিজ্ঞ গোলরক্ষকদের মিস করেছেন। দীর্ঘদিনের মেক্সিকান গোলরক্ষক অভিজ্ঞ গিয়ের্মো ওচোয়া জায়গা পাননি কোপার দলে। চোটের কারণে দলে নেই আরেক গোলরক্ষক লুইস মালাগনও। তাদের অনুপস্থিতির কারণে মেক্সিকোর হয়ে নিজের মাত্র তৃতীয় ম‍্যাচ খেলেছেন জুলিয়ান গনসালেস। অন্যদিকে ইনজুরির কারণে দুইবারের মেজর লিগ সকারের বর্ষসেরা গোলরক্ষক আন্দ্রে ব্লেককে মিস করেছে জ্যামাইকা। আন্দ্রে ব্লেকের জায়গায় নেমে আটটি সেভে দলের বড় হার এড়িয়েছেন তার সতির্থ ওয়েট।

এই জয়ে ভেনেজুয়েলার সাথে সমান ৩ পয়েন্ট হলো মেক্সিকোর। বৃহস্পতিবার (২৫ জুন) ভেনেজুয়েলার মুখোমুখি হবে মেক্সিকো। অপরদিকে একই দিনে আরেক ম‍্যাচে জ্যামাইকা খেলবে বিপক্ষে মাঠে নামবে ইকুয়েডরের সাথে ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts