ক্রিকেট বিশ্বের সবচেয়ে জনপ্রিয় ফ্র্যাঞ্চাইজি লিগ ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) ১৮তম আসরের মেগা নিলাম জমে উঠেছে। সৌদি আরবের জেদ্দায় অনুষ্ঠিত এই নিলামের প্রথম দিন রোববার (২৪ নভেম্বর) বিক্রি হয়েছে ৭২ জন ক্রিকেটার। এর মধ্যে ২৪ জন বিদেশি খেলোয়াড় দলে ভিড়িয়েছেন ফ্র্যাঞ্চাইজিগুলো।
প্রথম দিন খেলোয়াড়দের দলে নিতে ফ্র্যাঞ্চাইজিগুলো খরচ করেছে মোট ৪৬৭ কোটি ৯৫ লাখ রুপি। এদিন দুবার ভেঙেছে আইপিএলের সবচেয়ে দামী ক্রিকেটারের রেকর্ড। দিনটির সবচেয়ে বড় চমক ছিলেন ঋষভ পন্ত এবং শ্রেয়াস আইয়ার।
আইপিএলে নতুন দামের রেকর্ড
নিলামের শুরুতেই মিচেল স্টার্কের আগের রেকর্ড (২৪ কোটি ৭৫ লাখ রুপি) ভেঙে দেন ভারতীয় ব্যাটার শ্রেয়াস আইয়ার। তাকে ২৬ কোটি ৭৫ লাখ রুপি দিয়ে দলে ভিড়িয়েছে পাঞ্জাব কিংস। তবে আইয়ারের এই রেকর্ড খুব বেশি সময় টেকেনি।
মাত্র ২০ মিনিটের মধ্যেই ঋষভ পন্ত নিলামের সর্বোচ্চ দামের নতুন রেকর্ড গড়েন। ২৭ কোটি রুপি দিয়ে তাকে দলে নেয় লক্ষ্ণৌ সুপার জায়ান্টস, যা আইপিএল ইতিহাসের সর্বোচ্চ।
বাংলাদেশি ক্রিকেটারদের অবস্থান
নিলামের তালিকায় থাকা বাংলাদেশের ১২ জন ক্রিকেটারের মধ্যে প্রথম দিনে কাউকেই ডাকা হয়নি। নিয়ম অনুযায়ী, ত্বরিত বা দ্রুততর নিলামের অংশ হিসেবে আজ দ্বিতীয় দিনে তাদের নাম উঠতে পারে।
প্রথম দিন নিলামে ১১৭ জনের তালিকা থেকে ৮৪ জনের নাম তোলা হয়েছে। দ্বিতীয় দিনে প্রথমে বাকি থাকা ৩৩ জন এবং পরে ক্রমিক ১১৮ থেকে ৫৭৭ পর্যন্ত তালিকায় থাকা খেলোয়াড়দের ডাকতে শুরু করবেন সঞ্চালক মল্লিকা সাগর।
বাংলাদেশি ক্রিকেটারদের মধ্যে ৮ জনের ক্রমিক নম্বর ৪০০-এর পর। তবে এত দূর পর্যন্ত ডাকাডাকি হওয়ার আগেই অনেক ফ্র্যাঞ্চাইজির স্কোয়াড পূর্ণ হতে পারে কিংবা বাজেট ফুরিয়ে যেতে পারে। তাই বাংলাদেশের ক্রিকেটারদের সবার নাম ডাকা হবে, এমন নিশ্চয়তা নেই।
নিলামের দ্বিতীয় দিনে যা দেখা যাবে
সোমবার (২৫ নভেম্বর) দ্বিতীয় দিনে চলবে আরও ৪৪০ জন ক্রিকেটারের মধ্যে থেকে দল গোছানোর প্রক্রিয়া। তবে নিলাম চলবে তখনই পর্যন্ত, যতক্ষণ ১৩২ জন ক্রিকেটার দলে অন্তর্ভুক্ত না হন কিংবা ফ্র্যাঞ্চাইজিগুলোর বাজেট শেষ না হয়ে যায়।
আইপিএল ২০২৪: এক নজরে আসর
নিলামের উত্তাপ পেরিয়ে মাঠে গড়াবে আইপিএলের ১৮তম আসর, যা শুরু হবে ১৪ মার্চ এবং চলবে ২৫ মে পর্যন্ত। ফ্র্যাঞ্চাইজিগুলো তাদের সেরা স্কোয়াড নিয়ে মাঠে নামার প্রস্তুতি নিচ্ছে, আর ক্রিকেটপ্রেমীরা তাকিয়ে আছেন চমকপ্রদ লড়াইয়ের দিকে।