চ্যাম্পিয়ন্স ট্রফি শুরু হতে আর মাত্র এক সপ্তাহ বাকি। এরই মধ্যে টুর্নামেন্ট নিয়ে ভবিষ্যদ্বাণী শুরু হয়েছে সাবেক ক্রিকেটার ও বিশ্লেষকদের মধ্যে। এবার সেই তালিকায় নাম লেখালেন শ্রীলঙ্কার কিংবদন্তি স্পিনার মুত্তিয়া মুরালিধরন।
ভারত-পাকিস্তানকে ফেভারিট মানছেন মুরালিধরন
এবারের চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে ভারত ও পাকিস্তান মুখোমুখি হতে পারে বলে মনে করছেন মুরালিধরন। ২০১৭ সালের শেষ চ্যাম্পিয়ন্স ট্রফিতেও ফাইনালে মুখোমুখি হয়েছিল এই দুই দল। সেবার ভারতকে হারিয়ে শিরোপা জিতেছিল পাকিস্তান। এবার নিজেদের ঘরের মাঠে খেলবে তারা।
ভারতের বার্তা সংস্থা এএনআইকে মুরালিধরন বলেছেন,
“ফেবারিট দল থাকবেই, তবে নিশ্চিত করে বলা কঠিন কে জিতবে। ভারত ও পাকিস্তানই ফেবারিট। পাকিস্তান ঘরের মাঠে খেলবে বলে সুবিধা পাবে। তবে ভারতও এমন কন্ডিশনে শক্তিশালী দল।”
স্পিনারদের বড় সুযোগ দেখছেন মুরালিধরন
মুরালিধরন নিজেও চ্যাম্পিয়ন্স ট্রফির শিরোপাজয়ী ক্রিকেটার। ২০০২ সালে শ্রীলঙ্কা ও ভারত যৌথভাবে শিরোপা জিতেছিল। তবে এবার শ্রীলঙ্কা খেলতে পারছে না, কারণ তারা কোয়ালিফাই করতে পারেনি।
তিনি মনে করছেন, এই আসরে স্পিনাররা ভালো করবে। বিশেষ করে রশিদ খান ও রবীন্দ্র জাদেজার জন্য এটি বড় সুযোগ। সম্ভাব্য উইকেটের ধারণা দিয়ে মুরালিধরন বলেছেন,
“রশিদ খান দুর্দান্ত, জাদেজাও আছে। অনেক ভালো স্পিনার উঠে আসছে। উইকেট স্পিনারদের সাহায্য করবে বলে আশা করছি।”
কোহলি-রোহিতকে নিয়ে আশাবাদী মুরালিধরন
ধারণা করা হচ্ছে, চ্যাম্পিয়ন্স ট্রফির পর ওয়ানডে ক্রিকেটকে বিদায় বলবেন রোহিত শর্মা ও বিরাট কোহলি। তবে মুরালিধরন বিশ্বাস করেন, তারা দ্রুতই পুরনো ফর্মে ফিরবেন।
“সব সময়ই বলি, ফর্ম ক্ষণস্থায়ী, কিন্তু মান চিরস্থায়ী। তারা গ্রেট খেলোয়াড়, তাই ফর্মে ফিরবেই।” – বলেছেন লঙ্কান কিংবদন্তি।
এখন দেখার বিষয়, মুরালিধরনের ভবিষ্যদ্বাণী সত্যি হয় কিনা এবং ভারত-পাকিস্তান ফাইনাল উপহার দিতে পারে কিনা এবারের চ্যাম্পিয়ন্স ট্রফি!