পাকিস্তানের লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে বসছে চ্যাম্পিয়ন্স ট্রফির নবম আসরের উদ্বোধনী আসর। এই স্টেডিয়ামের সাজসজ্জা নিয়ে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) বেশ ব্যস্ত সময় পার করেছে, তবে তার মধ্যেই জন্ম নিয়েছে নতুন এক বিতর্ক।
এবারের টুর্নামেন্টে ভারত-পাকিস্তান লড়াই ঘিরেই আলোচনার ঝড়। তার মধ্যেই গাদ্দাফি স্টেডিয়ামে ভারতের পতাকা না টাঙিয়ে নতুন করে সমালোচনার মুখে পড়েছে পাকিস্তান।
গাদ্দাফি স্টেডিয়ামে নেই ভারতের পতাকা
টুর্নামেন্ট আয়োজক হিসেবে পিসিবি অংশগ্রহণকারী সব দেশের পতাকা টাঙালেও সেখানে ভারতীয় পতাকা নেই। বিভিন্ন ভিডিও ও ছবিতে দেখা গেছে স্টেডিয়ামের মিডিয়া ভবনের ছাদে অন্যান্য দেশের পতাকা উড়ছে, তবে ভারতীয় পতাকা সেখানে অনুপস্থিত।
ভারত নিরাপত্তার কারণ দেখিয়ে পাকিস্তানে না যাওয়ায় এবং ক্যাপ্টেন্স ডে-তে রোহিত শর্মার অনুপস্থিতি নিয়ে বিতর্ক তৈরি হয়েছিল। এবার মনে করা হচ্ছে, পাকিস্তান সেই জবাবই দিয়েছে ভারতীয় পতাকা সরিয়ে রেখে।
এ নিয়ে ভারতীয় ক্রিকেট সমর্থকরা ক্ষোভ প্রকাশ করেছেন। বিশেষ করে সামাজিক যোগাযোগমাধ্যমে এই ইস্যু নিয়ে ব্যাপক আলোচনা হচ্ছে।
করাচিতেও বিতর্কিত প্রচারণা
শুধু লাহোর নয়, করাচিতেও দেখা গেছে আয়োজনে ভুল ও বিতর্কিত প্রচারণা। সেখানে টুর্নামেন্ট প্রচারণার জন্য বিলবোর্ডে বিভিন্ন দেশের তারকাদের ছবি ব্যবহার করা হলেও, আফগানিস্তানের কোনো ক্রিকেটারের ছবি রাখা হয়নি। তার বদলে জায়গা পেয়েছেন ওয়েস্ট ইন্ডিজের রভম্যান পাওয়েল, অথচ ওয়েস্ট ইন্ডিজ এবারের চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলছেই না!
এছাড়া, বাংলাদেশ ও নিউজিল্যান্ড দলের কোনো খেলোয়াড়ের ছবিও সেখানে রাখা হয়নি। এমন ভুল প্রচারণা নিয়ে সমালোচনা ও হাস্যরস দুটোই দেখা যাচ্ছে।
চ্যাম্পিয়ন্স ট্রফির সূচনা ও ভারতের সূচি
📌 ১৯ ফেব্রুয়ারি পাকিস্তান বনাম নিউজিল্যান্ড ম্যাচ দিয়ে টুর্নামেন্ট শুরু হবে
📌 ভারত ২০ ফেব্রুয়ারি বাংলাদেশ ম্যাচ দিয়ে আসর শুরু করবে
📌 ২৩ ফেব্রুয়ারি হবে ভারত-পাকিস্তান মহারণ
📌 ভারতের সব ম্যাচ হবে দুবাইয়ে, তবে সেমিফাইনাল বা ফাইনাল হলে তা হতে পারে লাহোরেও
বিতর্কের মধ্যেই পাকিস্তান নিজেদের প্রস্তুতি সম্পন্ন করেছে এবং চ্যাম্পিয়ন্স ট্রফির আয়োজন আনুষ্ঠানিকভাবে শুরু করেছে। তবে ভারতীয় পতাকা ও প্রচারণা নিয়ে বিতর্ক টুর্নামেন্ট শুরুর আগেই আলোচনার কেন্দ্রে চলে এসেছে।