২০২৪-২৫ মৌসুমের জন্য কেন্দ্রীয় চুক্তিতে থাকা ক্রিকেটারদের তালিকা প্রকাশ করেছে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড (বিসিসিআই)। ১ অক্টোবর ২০২৪ থেকে ৩০ সেপ্টেম্বর ২০২৫—এই সময়কালকে ঘিরেই এই তালিকা প্রকাশ করেছে বোর্ড। সর্বোচ্চ ‘এ প্লাস’ ক্যাটাগরিতে এবারও জায়গা ধরে রেখেছেন রোহিত শর্মা ও বিরাট কোহলি। তাদের সঙ্গে আছেন জাসপ্রীত বুমরাহ এবং অলরাউন্ডার রবীন্দ্র জাদেজা।

যদিও রোহিত ও কোহলি এরই মধ্যে টি-টোয়েন্টি থেকে অবসর নিয়েছেন এবং একদিনের ক্রিকেটেও তেমন নিয়মিত নন—তবে তবুও তাদের বেতন বা মর্যাদায় কোনো কাটছাঁট করেনি বিসিসিআই। শোনা যাচ্ছিল, তাদের আয় কমানো হতে পারে। তবে এই গুঞ্জনকে ভুল প্রমাণ করে দুই সিনিয়র ক্রিকেটারকে শীর্ষ শ্রেণিতেই রেখেছে বোর্ড।

চার ক্যাটাগরিতে ৩৪ ক্রিকেটার

এবারের কেন্দ্রীয় চুক্তির তালিকায় মোট ৩৪ জন ক্রিকেটারের নাম রয়েছে, যেখানে গতবার ছিল ৩০ জন। চুক্তিতে নতুন যুক্ত হয়েছেন ৯ জন ক্রিকেটার—আকাশ দীপ, সরফরাজ খান, বরুণ চক্রবর্তী, হার্ষিত রানা, অভিষেক শর্মা, শ্রেয়াস আইয়ার, ঈশান কিশান, ধ্রুব জুরেল ও নীতিশ কুমার রেড্ডি।

‘এ’ ক্যাটাগরিতে ৬ জন, ‘বি’তে ৫ জন এবং ‘সি’ ক্যাটাগরিতে রয়েছেন ১৯ জন। উল্লেখযোগ্যভাবে, রিশভ পান্ত এবার ‘বি’ থেকে উন্নীত হয়ে ‘এ’ ক্যাটাগরিতে উঠে এসেছেন। অন্যদিকে, আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেওয়ায় রবিচন্দ্রন অশ্বিন চুক্তির বাইরে চলে গেছেন।

চুক্তিতে বাদ পড়াদের তালিকাও চমকপ্রদ

চলতি মৌসুমে মাঠে দেখা গেলেও কেন্দ্রীয় চুক্তিতে জায়গা পাননি শার্দুল ঠাকুর, জীতেশ শর্মা, শ্রীকর ভরত ও আবেশ খান। বিসিসিআইয়ের দৃষ্টিতে তারা আপাতত বোর্ডের দীর্ঘমেয়াদি পরিকল্পনায় নেই।

বেতন কাঠামো (ইএসপিএন ক্রিকইনফোর তথ্য অনুযায়ী)

এ প্লাস ক্যাটাগরি: ₹৭ কোটি

এ ক্যাটাগরি: ₹৫ কোটি

বি ক্যাটাগরি: ₹৩ কোটি

সি ক্যাটাগরি: ₹১ কোটি

বিসিসিআইয়ের কেন্দ্রীয় চুক্তির পূর্ণ তালিকা

🔹 এ+ ক্যাটাগরি:
রোহিত শর্মা, বিরাট কোহলি, জাসপ্রীত বুমরাহ, রবীন্দ্র জাদেজা

🔹 এ ক্যাটাগরি:
মোহাম্মদ সিরাজ, কেএল রাহুল, শুভমান গিল, হার্দিক পান্ডিয়া, মোহাম্মদ শামি, রিশভ পন্ত

🔹 বি ক্যাটাগরি:
সুর্যকুমার যাদব, কুলদীপ যাদব, অক্ষর প্যাটেল, যশস্বী জয়সওয়াল, শ্রেয়াস আইয়ার

🔹 সি ক্যাটাগরি:
রিঙ্কু সিং, তিলক ভার্মা, রুতুরাজ গায়কোয়াড়, শিভাম দুবে, রবি বিষ্ণয়ি, ওয়াশিংটন সুন্দর, মুকেশ কুমার, সাঞ্জু স্যামসন, আর্শদীপ সিং, প্রসিধ কৃষ্ণা, রজত পাতিদার, ধ্রুব জুরেল, সরফরাজ খান, নীতিশ কুমার রেড্ডি, ঈশান কিশান, অভিষেক শর্মা, আকাশ দীপ, বরুণ চক্রবর্তী, হার্ষিত রানা

ভারতীয় ক্রিকেট বোর্ডের এই চুক্তি ঘিরে অনেক আলোচনার জন্ম দিয়েছে। দেখা যাক, আগামী মৌসুমে এই তালিকার ক্রিকেটাররা কতটা পারফর্ম করে বিসিসিআইয়ের আস্থার প্রতিদান দিতে পারেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts