গ্লোবাল সুপার লিগ ২০২৫-এর দ্বিতীয় ফাইনালিস্ট হিসেবে জায়গা করে নিয়েছে গায়ানা অ্যামাজন ওয়ারিয়র্স। বৃহস্পতিবার (১৭ জুলাই) অনুষ্ঠিত দ্বিতীয় সেমিফাইনালে অস্ট্রেলিয়ান দল হোবার্ট হ্যারিকেন্সকে ৪ উইকেটের ব্যবধানে হারিয়ে শিরোপা লড়াইয়ে নাম লেখায় ক্যারিবীয় ফ্র্যাঞ্চাইজিটি।

এর একদিন আগেই, বুধবার (১৬ জুলাই) প্রথম সেমিফাইনালে সাকিব আল হাসানের নেতৃত্বাধীন দুবাইকে হারিয়ে ফাইনালে উঠেছিল শিরোপাধারী রংপুর রাইডার্স।

সেমিফাইনালের শুরুতে ব্যাট করতে নেমে হোবার্ট হ্যারিকেন্স ১২৫ রানে অলআউট হয়ে যায়। দলের হয়ে সর্বোচ্চ ২৮ রান করেন ফ্যাবিয়ান অ্যালেন। এছাড়া ম্যাকডারমট, নিখিল চৌধুরী ও মোহাম্মদ নবি করেন সমান ২১ রান করে।

গায়ানার বোলারদের মধ্যে গুতাকেশ মোতি ছিলেন সবচেয়ে সফল, তিনি নেন ৩টি উইকেট। মঈন আলি ও ইমরান তাহির তুলে নেন ২টি করে উইকেট।

১২৬ রানের লক্ষ্য তাড়া করতে নেমে শুরুটা ভালো হয়নি গায়ানার। মাত্র ১৭ রানে দুই উইকেট হারিয়ে চাপে পড়ে যায় দলটি। তবে শিমরন হেটমায়ারের ঝড়ো ব্যাটিংয়ে ম্যাচের রঙ পাল্টে যায়। ফ্যাবিয়ান অ্যালেনের এক ওভারেই ৫টি ছক্কা ও একটি দুই রান নিয়ে ৩২ রান তোলেন হেটমায়ার, যা ম্যাচের মোড় ঘুরিয়ে দেয় গায়ানার পক্ষে।

শেষ পর্যন্ত ১৬.৩ ওভারে ১২৯ রান তুলে জয় নিশ্চিত করে গায়ানা অ্যামাজন ওয়ারিয়র্স, হাতে ছিল ২১ বল ও ৪টি উইকেট। হেটমায়ার করেন মাত্র ১০ বলে দুর্দান্ত ৩৯ রান। মঈন আলির ব্যাট থেকে আসে ৩০ রান ৩৬ বলে।

এই জয়ে আগামী শনিবার, ১৯ জুলাই (বাংলাদেশ সময় ভোর ৫টায়) ফাইনালে মুখোমুখি হবে গায়ানা অ্যামাজন ওয়ারিয়র্স ও রংপুর রাইডার্স। যদিও রংপুর রাইডার্সের লিগ পর্বে এখনও একটি ম্যাচ বাকি রয়েছে, তবে সেই ম্যাচের ফল ফাইনালের সূচিতে কোনো পরিবর্তন আনবে না।

ফলে, শিরোপা লড়াইয়ে এখন চোখ গায়ানা ও রংপুরের হাইভোল্টেজ ম্যাচে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts