গত ৫ই আগস্ট শিক্ষার্থীদের আন্দোলনের মুখে পদত্যাগ করতে হয় বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে। তখন থেকেই চলছে নানান রকম গুঞ্জন, বলা হচ্ছে বাংলাদেশে হিন্দুদের ওপর হামলা হচ্ছে।
আর এসব গুঞ্জনের প্রেক্ষিতে ১৪ বছর পর ভারতের গোয়ালিয়রে হতে যাওয়া বাংলাদেশ-ভারত ম্যাচকে বাতিলের দাবি জানিয়েছে ভারতের হিন্দু জাতীয়তাবাদী রাজনৈতিক দল অখিল ভারত হিন্দু মহাসভা। প্রিন্টের এক প্রতিবেদনে বলা হয়েছে হিন্দু মহাসভার সহ-সভাপতি ডাঃ জয়বীর ভরদ্বাজ সাংবাদিকদের জানিয়েছেন তারা এই ম্যাচ বাতিলের সবরকমের চেষ্টা করবে।
যদি এই ম্যাচ বাতিল না হয় তবে হা’মলারও হুমকি দিয়েছে। তারা এর পেছনে কারণ হিসেবে জানিয়েছে বাংলাদেশের হিন্দুদের গণহ’ত্যা চালানো হয়েছে। এমনকি হিন্দুদের বসতবাড়ি ও মন্দিরের ধ্বংস করা হচ্ছে বলে দাবি তাদের।