গল টেস্টের ফলাফল নির্ধারিত হয়েছে গতকালই। বাংলাদেশ ও শ্রীলঙ্কার মধ্যকার প্রথম টেস্টটি দীর্ঘ ৪০৪ ওভারের লড়াইয়ের পর কোনো ফল ছাড়াই ড্র হয়েছে। ম্যাচটি শেষ পর্যন্ত অমীমাংসিত থাকলেও দুই দলই দেখেছে ব্যাটে-বলের রোমাঞ্চ।
প্রথম টেস্ট শেষে বাংলাদেশ দল রোববার পৌঁছেছে দ্বিতীয় ও শেষ টেস্টের ভেন্যু কলম্বোতে। দলের সব সদস্য—খেলোয়াড় ও কোচিং স্টাফসহ—সকালেই কলম্বোতে পৌঁছে যান। ম্যাচের চাপে কিছুটা ক্লান্ত হলেও আজকের দিনটি বেশ হালকা মেজাজেই কাটাচ্ছেন ক্রিকেটাররা। কেউ কেউ বেরিয়ে পড়েছেন কলম্বো শহর ঘুরে দেখতে, আবার কারও সঙ্গে রয়েছেন পরিবারের সদস্যরাও।
এই স্বস্তির দিন কাটিয়ে আগামীকাল থেকে শুরু হবে আনুষ্ঠানিক প্রস্তুতি। বাংলাদেশ দল আগামী দুই দিন অনুশীলন করবে, এরপর ২৫ জুন মাঠে গড়াবে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট।
দ্বিতীয় টেস্টে দলে ফিরতে পারেন অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজ। এ বিষয়ে দলের অধিনায়ক নাজমুল হোসেন শান্ত আশাবাদী। তিনি বলেন,
“এই ম্যাচ আমাদের আত্মবিশ্বাস দিয়েছে। মিরাজ এখন সম্পূর্ণ সুস্থ। আশা করছি, সে পরের ম্যাচে খেলতে পারবে। কলম্বোর কন্ডিশন গলের চেয়ে ভিন্ন হবে। ওই মাঠে আমাদের দলের অধিকাংশ খেলোয়াড়েরই খেলার অভিজ্ঞতা নেই—শুধু মুশফিক ভাই সম্ভবত একটা ম্যাচ খেলেছেন। কন্ডিশন বুঝে আমরা দল গঠন করব। ব্যাটিং পরিস্থিতিও মাঠে গিয়ে বুঝতে পারব। তবে এই ড্র আমাদের আত্মবিশ্বাস বাড়িয়েছে, সেটা নিশ্চিতভাবে বলা যায়।”
বাংলাদেশ দলের লক্ষ্য থাকবে কলম্বো টেস্টে জিতে সিরিজ নিজেদের করে নেওয়া। আর সেই প্রস্তুতিই এখন শুরু হচ্ছে নতুন ভেন্যুতে, নতুন উদ্যমে।