কোপা আমেরিকার শ্রেষ্ঠত্বের লড়াইয়ে নিজেদের দ্বিতীয় ম্যাচে চিলির বিপক্ষে ডান পায়ের মাংস পেশিতে চোট পান আর্জেন্টিনা ফুটবল দলের অধিনায়ক লিওনেল মেসি। যার ফলে পেরুর বিপক্ষে তাকে বিশ্রাম দেয়া হয়। বিশ্রামের পর অনুশীলনে ফিরলেও কোয়ার্টার-ফাইনালে মেসির খেলা নিয়ে রয়ে গেছে শঙ্কা। আর্জেন্টিনা দলের কোচ লিওনেল স্কালোনি বললেন, ইকুয়েডরের বিপক্ষে এখনও মেসির খেলা অনিশ্চিত।

আগামী (৫ই)জুলাই শুক্রবার টেক্সাসের হিউস্টন স্টেডিয়ামে কোপা আমেরিকার প্রথম কোয়ার্টার ফাইনালে ইকুয়েডরের মুখোমুখি হবে আর্জেন্টিনা। আজ এক সংবাদ সম্মেলনে মেসির চোট পরিস্থিতি সম্পর্কে জানান এক ম‍্যাচের নিষেধাজ্ঞা কাটিয়ে ফেরা আর্জেন্টাইন মাস্টারমাইন্ড স্কালোনি।

স্কালোনি বলেন, আমি মেসির সঙ্গে আলাপ করিনি। কারণ আমার মনে হয়েছে শেষ মুহূর্ত পর্যন্ত অপেক্ষা করাটাই যৌক্তিক। নিশ্চিতভাবেই আজ আমি কথা বলবো, কারণ ম্যাচের বাকি থাকবে একদিন আর আমার কাছে এটাই কাছে মনে হয় সে (মেসি) সময় নিবে বা যতটা সম্ভব অনুশীলন করবে।

স্কালোনি আরও বলেন, ট্রেনিং এর আগে আমি তার সঙ্গে কথা বলবো, আর তারপরেই সিদ্ধান্ত নেবো। আগামীকাল কী করবো সেটা নিয়ে এখন পর্যন্ত তার সঙ্গে কোনো কথা হয়নি আমার।

সংবাদ সন্মেলনে স্কালোনি আরো বলেন, আমরা চেষ্টা করবো মেসিকে খেলানোর, যদি খেলতে না পারে তাহলে দলের জন‍্য সেরাটা বের করার চেষ্টা করবো। আজ তার সাথে কথা বলবো। আমার মনে হয়, এটা ন‍্যায‍্য যে সে তার সময় নিক এবং যতটা পারে অনুশীলন করুক।

দুই নাম্বার নাইন হুলিয়ান আলভারেজ এবং লাউতারো মার্টিনেজকে একসঙ্গে খেলানো হবে কিনা এমন প্রশ্নও শুনতে হয়েছে কোচ স্কালোনিকে। জবাবে এমন সম্ভাবনাও ফিরিয়ে দেননি আর্জেন্টাইন কোচ। স্কালোনি বলেন, অবশ্যই এটা হতে পারে। ইকুয়েডর বিরুদ্ধে তারা এর আগেই দু’জনে মিলে খেলেছে। আজকের ট্রেনিং সেশন শেষে আমরা এই নিয়ে সিদ্ধান্ত নেবো। এই সম্ভাবনা আমরা ফেলে দিচ্ছি না কারণ তারা একসঙ্গে দারুণ কাজ করেছে আর এটাও আমাদের হাতে থাকা একটি বিকল্প। আশাকরি আমরা সেরটা দিয়ে জয় ছিনিয়ে আনবো ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts