কোপা দেল রে ফাইনালে বার্সেলোনার বিপক্ষে ৩-২ গোলের পরাজয়ে শিরোপা হাতছাড়া করেছে রিয়াল মাদ্রিদ। ম্যাচ শেষে আবারও প্রশ্ন উঠেছে কোচ কার্লো আনচেলত্তির ভবিষ্যৎ নিয়ে। ইউরোপের বিভিন্ন গণমাধ্যমে আগে থেকেই গুঞ্জন ছিল—এই ফাইনালের ফলই নির্ধারণ করবে আনচেলত্তির রিয়াল অধ্যায়।

ফাইনালের পর সংবাদ সম্মেলনে উপস্থিত হয়ে আনচেলত্তি জানান, “আমি রিয়ালেই থাকতে পারি, আবার ছাড়তেও পারি… দেখা যাক কী হয়। এই ব্যাপারটা এখনই নয়, আগামী সপ্তাহে সিদ্ধান্ত হবে।”

রিয়াল ছাড়লে আনচেলত্তির পরবর্তী গন্তব্য হতে পারে ব্রাজিল জাতীয় দল। পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা ইতোমধ্যে আগ্রহ দেখিয়েছে তার প্রতি, এবং আনচেলত্তিও আগ্রহী বলে খবর।

ম্যাচ বিশ্লেষণে আনচেলত্তি বলেন, “আমরা ভালো খেলেছি, প্রতিদ্বন্দ্বিতা করেছি। বিশেষ করে দ্বিতীয়ার্ধে আমাদের দাপট ছিল। দল যা সম্ভব সব করেছে, আমি তাদের সমালোচনা করতে পারি না।”

ফ্রেঞ্চ তারকা কিলিয়ান এমবাপে শুরুতে একাদশে না থাকলেও দ্বিতীয়ার্ধে বদলি হিসেবে নেমে গোল করেন। কোচ বলেন, “সে বেশ ক্লান্ত ছিল, বেশি সময় খেলতে পারেনি। তবে তার প্রচেষ্টা দারুণ ছিল।”

তবে ম্যাচটি বিতর্ক ছড়িয়েছে শেষ মুহূর্তের নাটকীয়তায়। রিয়ালের তিন খেলোয়াড়—অ্যান্তনিও রুডিগার, লুকাস ভাসকেজ এবং জ্যুড বেলিংহাম—লাল কার্ড দেখেন। ম্যাচের শেষভাগে রেফারির সিদ্ধান্তে ক্ষুব্ধ হয়ে মাঠে হুলস্থূল পড়ে যায়। বিশেষ করে এমবাপেকে ফাউল করা হলেও ফ্রি-কিক না দেওয়ায় ক্ষোভে ফেটে পড়ে রিয়াল শিবির।

রেফারির বিতর্কিত সিদ্ধান্ত নিয়ে আনচেলত্তি মন্তব্য করতে রাজি হননি, “আমি ঠিক কী ঘটেছিল জানি না, বিষয়টি আমরা খতিয়ে দেখব। এখন সামনে সেল্টা ভিগো ও বার্সেলোনার বিপক্ষে গুরুত্বপূর্ণ লা লিগা ম্যাচ আছে, সেদিকেই মনোযোগ দিতে হবে।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts