কেন বারবার ব্যর্থ হচ্ছে ব্রাজিল। এই ব্যর্থতায় বাধা হিসেবে নতুন আগমন কোপার ‘কোয়ার্টার ফাইনাল’ ম্যাচ। এ যেন এক অচেনা ব্রাজিলকে দেখছে সবাই বেশিরভাগ বড় বড় টুর্নামেন্টের শেষ আটে গিয়েই স্বপ্নভঙ্গ হচ্ছে লাতিন ফুটবলের এই অন্যতম পরাশক্তি ব্রাজিলকে। জয়ের খড়া তো আছেই সাথে কিছুতেই কাটছে না তাদের শিরোপা খরা। ২০০২ সালে সর্বশেষ ফিফা বিশ্বকাপ জিতেছিল তারা এরপর আর ফাইনালের দেখা পায়নি তারা। সময় যত যাচ্ছে কোপা আমেরিকাতেও সেলেসাওদের সেই মাঠে ব্যর্থতাও যেন ফুটে উঠেছে। এবারের কোপায় আজ রেকর্ড ১৫ বারের চ্যাম্পিয়ন উরুগুয়ের কাছে হেরে কোয়ার্টার থেকে বিদায় নিয়েছে ব্রাজিল।

ব্রাজিলের এমন হতাশাজনক হার মেনে নিতে পারছেন না ভক্তরা। টাইব্রেকারে হারলেও ম্যাচে দারুণ কিছু সুযোগও পেয়েছিল সেলেসাওরা । কিন্তু ফরোয়ার্ডদের ব্যর্থতায় তা আর কাজে লাগাতে পারেনি কোপায় ৯ বারের চ্যাম্পিয়নরা। যার ফলে ম্যাচ গড়ায় টাইব্রেকারে। আর সেখানেই ব্রাজিলকে কাঁদিয়ে শেষ হাসি হাসে উরুগুয়ে।

ম্যাচ হারের পর কান্নায় ভেঙ্গে পরে ব্রাজিল দল। ম্যাচ শেষে ব্রাজিলের তারকা ফুটবলার দানিলো জানান, তারা একজন খেলোয়াড় কম খেলার সুবিধা নিতে ব্যর্থ। তাদের আরো সক্রিয় হওয়া উচিত ছিল দুটি সুযোগের ক্ষেত্রে। তিনি আরো বলেন আমাদের যা কিছু ছিল, সব নিয়েই লড়াই করেছি। ভালো পারফর্ম করছি। তারপর পেনাল্টিে গড়িয়েছে ম্যাচ। পেনাল্টিতেও প্রায় সবই ঠিকঠাক ছিল। কিন্তু উরগুয়ে তরুণ হলেও তারা তাদের দক্ষতা দেখিয়েছে এবং ম্যাচ জিতে নিয়েছে।

পরে দানিলো আরও বলেন, আমি আশা করবো, সমর্থকরা যেন ধৈর্য ধরে এবং আমাদের পাশে থাকে। এটা সত্যি যে, ব্রাজিল দীর্ঘদিন ট্রফি জিততে পারছে না। তবে এই তরুণ দলটার প্রতি আস্থা রাখা উচিত। আমি আমার কথা বলছি না। আমি জানি না কতদিন জাতীয় দলের হয়ে খেলতে পারবো। এই প্রতিভাবান খেলোয়াড়দের উপর সবার ভরসা করা উচিত। আমি আশাকরি তারা শিগগিরই কামব্যাক করবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts