সর্বশেষ টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়ের পরপরই সংক্ষিপ্ত ফরম্যাটের ক্রিকেট থেকে অবসর নিয়েছিলেন বিরাট কোহলি। এরপর চ্যাম্পিয়ন্স ট্রফি জয়ের পর ওয়ানডে থেকেও তার অবসরের গুঞ্জন ছড়িয়েছিল। যদিও এখনও কোনো আনুষ্ঠানিক ঘোষণা দেননি তিনি। তবে এবার ইঙ্গিত দিলেন নিজের পরবর্তী লক্ষ্য নিয়ে।

আইপিএলের মাঝেই এক অনুষ্ঠানে অংশ নেন কোহলি। সেখানে তাকে প্রশ্ন করা হয়, পরবর্তী বড় লক্ষ্য কী? জবাবে তিনি বলেন, ‘পরের ওয়ানডে বিশ্বকাপ জেতার চেষ্টা করব। সেটাই আমার পরবর্তী বড় লক্ষ্য।’ কোহলির এই মন্তব্যে দর্শকদের মধ্যে উচ্ছ্বাস ছড়িয়ে পড়ে।

ভারত ২০১১ সালের পর আর ওয়ানডে বিশ্বকাপ জিততে পারেনি। ২০১৫ ও ২০১৯ সালে সেমিফাইনাল থেকে ছিটকে যায় দল। ২০২৩ সালে ভারতের মাটিতে দারুণ ফর্মে থাকা ভারত টানা ১০ ম্যাচ জিতে ফাইনালে উঠলেও অস্ট্রেলিয়ার কাছে হেরে যায়। সেই হারের ধাক্কায় মাঠেই আবেগে কেঁদে ফেলেছিলেন কোহলি। তবে পরবর্তী দুই বছরে আইসিসির দুটি শিরোপা জয় হয়তো কিছুটা হলেও সেই ক্ষতে প্রলেপ দিয়েছে।

একমাত্র কোহলিই আছেন ২০১১ বিশ্বকাপজয়ী দলের সদস্য হিসেবে, যারা এখনও ওয়ানডে ক্রিকেট খেলছেন। তার পরবর্তী লক্ষ্য ভারতের প্রথম ক্রিকেটার হিসেবে দুটি ওয়ানডে বিশ্বকাপ জয়।

২০২৭ সালের ওয়ানডে বিশ্বকাপ যৌথভাবে আয়োজন করবে দক্ষিণ আফ্রিকা, জিম্বাবুয়ে ও নামিবিয়া। তখন কোহলির বয়স হবে ৩৮ বছর। তবে তার দুর্দান্ত ফিটনেস বিবেচনায় সে সময়ও খেলার সামর্থ্য রাখেন তিনি। সেই লক্ষ্যেই এখন থেকে নিজেকে প্রস্তুত করছেন কোহলি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts