তিন দিন আগে চ্যাম্পিয়নস লিগে বায়ার্ন মিউনিখকে ৪-১ গোলে হারিয়ে টানা ছয় হারের শোধ তুলেছে বার্সেলোনা। এবার এল ক্ল্যাসিকোতে রিয়াল মাদ্রিদের বিপক্ষে একইভাবে প্রতিশোধ নিতে মরিয়া কাতালানরা, যারা শেষ চার ম্যাচেই রিয়ালের কাছে হেরে এসেছে। আজ সান্তিয়াগো বার্নাব্যুতে রাফিনহা ও লেভানদোভস্কিরা প্রতিশোধের মিশনে নামবেন, আর সেই কারণেই দীর্ঘদিন পর এল ক্ল্যাসিকো ঘিরে টানটান উত্তেজনা ফিরে এসেছে।
ম্যাচটি বাড়তি আকর্ষণ পাচ্ছে আরও একটি কারণে—গত সপ্তাহে চ্যাম্পিয়নস লিগে রিয়ালের ভিনিসিয়াস জুনিয়র ও বার্সার রাফিনহা দুজনেই হ্যাটট্রিক করেছেন। দুর্দান্ত ফর্মে থাকা এই দুই ব্রাজিলিয়ানের মুখোমুখি লড়াই ফুটবলপ্রেমীদের দৃষ্টি কেড়েছে।
এ ছাড়াও বার্সার সামনে আরও একটি লক্ষ্য আছে। আজকের এল ক্ল্যাসিকোতে জিততে পারলে লা লিগা পয়েন্ট তালিকায় দ্বিতীয় স্থানে থাকা রিয়ালের চেয়ে ৬ পয়েন্ট এগিয়ে যাবে হ্যান্সি ফ্লিকের দল। সাম্প্রতিক সময়ে বার্সেলোনার আত্মবিশ্বাসী হয়ে ওঠার কারণ তাদের ধারাবাহিক ফর্ম—লা লিগা ও চ্যাম্পিয়নস লিগ মিলিয়ে এই সময়ে তাদের মাত্র একটিমাত্র পরাজয়।
বার্সেলোনার এই পুনরুত্থানের পেছনে মূল ভূমিকা রেখেছেন জার্মান কোচ হ্যান্সি ফ্লিক। বায়ার্ন মিউনিখের বিপক্ষে ম্যাচটি ছিল ফ্লিকের প্রথম বড় পরীক্ষা, যেখানে তার দল বাজিমাত করেছে। আজকের ক্ল্যাসিকো হবে ফ্লিকের জন্য আরও একটি গুরুত্বপূর্ণ পরীক্ষা এবং প্রথম ক্ল্যাসিকো অভিজ্ঞতা।
ফ্লিক অবশ্য এসব নিয়ে ভাবছেন না। তিনি জানান, তার দলকে নিয়েই জয়ের ছক আঁকছেন। তার ভাষায়, “আমাদের নিজস্ব পরিকল্পনা রয়েছে, সেভাবেই খেলবো। রিয়ালের কয়েকজন দ্রুতগতির খেলোয়াড় ও বিশ্বমানের ফুটবলার আছে। তবে শেষ পর্যন্ত আমার খেলোয়াড়দের ওপরই আস্থা রাখতে চাই।”
অন্যদিকে, রিয়াল মাদ্রিদও শুরুতে ছন্দহীন থাকলেও এখন ধীরে ধীরে ছন্দে ফিরেছে। আজ জিতলে তারা লিগ শিরোপা দৌড়ে আরও শক্তিশালী অবস্থানে চলে যাবে। গত সপ্তাহে চ্যাম্পিয়নস লিগে বরুশিয়া ডর্টমুন্ডের বিপক্ষে ৫-২ গোলে জিতে ক্ল্যাসিকোর জন্য নিজেদের প্রস্তুত করেছে রিয়াল।
রিয়ালের সামনে একটি বড় রেকর্ডের সুযোগও রয়েছে। লা লিগায় সর্বোচ্চ ৪৩ ম্যাচ অপরাজিত থাকার রেকর্ডটি বার্সার। বর্তমানে ৪২ ম্যাচ অপরাজিত থাকা রিয়াল আজ হারের শঙ্কা এড়াতে পারলে সেই রেকর্ডে বার্সাকে স্পর্শ করবে। তবে রিয়াল কোচ কার্লো আনচেলত্তি স্বীকার করেছেন, “ক্ল্যাসিকোর মতো ম্যাচে ফেভারিট ঠিক করা কঠিন।”