আন্তর্জাতিক বিরতির আগে পাওয়া চোটের কারণে বার্সেলোনার শেষ ম্যাচে খেলতে পারেননি লামিন ইয়ামাল। গোড়ালির আঘাত থেকে সেরে ওঠার জন্য তিন সপ্তাহ মাঠের বাইরে থাকতে হবে এই স্প্যানিশ ফরোয়ার্ডকে, এমনটাই জানাচ্ছে স্প্যানিশ সংবাদমাধ্যম।

গত সপ্তাহে চ্যাম্পিয়ন্স লিগে রেড স্টার বেলগ্রেডের বিপক্ষে খেলতে গিয়ে গোড়ালিতে আঘাত পান ইয়ামাল। এরপর লা লিগায় রিয়াল সোসিয়েদাদের বিপক্ষে ম্যাচটি গ্যালারি থেকে দেখতে হয়েছে তাকে। এই মৌসুমে মাত্র দুটি ম্যাচে বার্সেলোনার শুরুর একাদশে ছিলেন না ইয়ামাল, আর সেই দুটিতেই পরাজিত হয় কাতালান ক্লাবটি।

সোসিয়েদাদের বিপক্ষে ম্যাচের পর ইয়ামালের চোট নিয়ে বার্সেলোনা কোচ হান্সি ফ্লিক বলেছিলেন, “আমি জানি না সে আন্তর্জাতিক বিরতির পরে ফিরতে পারবে কিনা। আমরা তাকে জাতীয় দলে যোগ না দেওয়ার অনুরোধ করেছি। তার গোড়ালিতে চোট আছে, সে কতদিন বাইরে থাকবে তা নিশ্চিত না।”
১৭ বছর বয়সী ইয়ামাল এই মৌসুমে সব প্রতিযোগিতায় ১৬ ম্যাচে ৬টি গোল করেছেন এবং সতীর্থদের দিয়ে করিয়েছেন আরও ৮টি গোল।

আন্তর্জাতিক বিরতিতে স্পেনের ইউরোপীয় নেশনস লিগের ম্যাচে ডেনমার্ক ও সুইজারল্যান্ডের বিপক্ষে ইয়ামালকে দলে রাখা হয়েছিল। তবে এখন কোচ লুইস দে লা ফুয়েন্তেকে এই প্রতিভাবান ফুটবলারের বিকল্প খুঁজতে হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts