উয়েফা নেশন্স লিগে ইতালিকে তাদের ঘরের মাঠে হারিয়ে গ্রুপসেরা হয়েছে ফ্রান্স। দুই দলের জন্যই ম্যাচটি ছিল গ্রুপ সেরা হওয়ার অলিখিত লড়াই। রোববার (১৭ নভেম্বর) রাতে মিলানের সান সিরোতে স্বাগতিক ইতালিকে ৩-১ গোলে পরাজিত করে দিদিয়ের দেশামের দল। ফ্রান্সের হয়ে জোড়া গোল করেন মিডফিল্ডার আদ্রিয়েন র্যাবিও।
ম্যাচের শুরু থেকেই ইতালিকে চাপে রেখে খেলতে থাকে ফ্রান্স। দ্বিতীয় মিনিটেই লুকাস দিনিয়ের কর্নার থেকে হেডে গোল করে দলকে এগিয়ে নেন র্যাবিও। প্রথমার্ধের ৩৩ মিনিটে দিনিয়েরের ফ্রি-কিক পোস্টে লেগে গোলরক্ষক ভিকারিওর গায়ে লেগে জালে ঢুকে গেলে ব্যবধান দ্বিগুণ হয়।
তবে দুই মিনিট পর আন্দ্রেয়া ক্যাম্বিয়ানো গোল করে ইতালিকে ম্যাচে ফেরানোর ইঙ্গিত দেন। প্রথমার্ধ শেষে ২-১ ব্যবধানে এগিয়ে থাকে ফ্রান্স।
দ্বিতীয়ার্ধে দু’দলই আক্রমণাত্মক ফুটবল খেলতে থাকে। ম্যাচের ৬৫ মিনিটে র্যাবিও নিজের দ্বিতীয় গোল করেন, যা ফ্রান্সের জয় নিশ্চিত করে। দিনিয়েরের ফ্রি-কিক থেকে আবারও হেডে গোল আদায় করেন এই মিডফিল্ডার।
খেলার বাকি সময়ে আর কোনো গোল না হলে ৩-১ ব্যবধানে জয় নিয়ে মাঠ ছাড়ে ফ্রান্স। উল্লেখ্য, সেপ্টেম্বরে প্রথম দেখায় ঘরের মাঠে ইতালির বিপক্ষে ৩-১ গোলে হেরেছিল ফরাসিরা। এবার সেই পরাজয়ের প্রতিশোধ নিলো তারা।
গ্রুপপর্ব শেষে ফ্রান্স ও ইতালির পয়েন্ট সমান ১৩ হলেও গোলপার্থক্যে (+৬) এগিয়ে থেকে গ্রুপসেরা হয়েছে ফ্রান্স। ইতালির গোলপার্থক্য ছিল +৫।