চলতি মৌসুমে ইউরোপের সবচেয়ে কম গোল হজম করা দল ইন্টার মিলান। বিপরীতে, সর্বোচ্চ গোল করা দল বার্সেলোনা। ফুটবলের দুই বিপরীত ধারার মুখোমুখি সংঘর্ষ ঘটেছিল স্পেনের বার্সেলোনায়, চ্যাম্পিয়নস লিগ সেমিফাইনালের প্রথম লেগে। প্রত্যাশিতভাবেই ম্যাচে ছিল টানটান উত্তেজনা, আর শেষ পর্যন্ত রোমাঞ্চকর এক ৩-৩ গোলের ড্র।
প্রথম থেকেই ম্যাচে আগ্রাসী ছিল ইন্টার মিলান। খেলা শুরু হওয়ার মাত্র ৩০ সেকেন্ডেই মার্কাস থুরামের চমৎকার ব্যাকহিল থেকে গোল তুলে নেয় তারা। দামফ্রিসের ক্রস থেকে প্রথম প্রচেষ্টা ব্যর্থ হলেও দ্বিতীয়বার বল জালে পৌঁছে দেয় থুরাম। বার্সার উচ্চ লাইনের রক্ষণ এতে হোঁচট খায় শুরুতেই।
২০ মিনিটেই ব্যবধান দ্বিগুণ করে ফেলে ইন্টার। কর্নার থেকে নিকোলো বারেল্লার হেড পাসে দুর্দান্ত এক ভলিতে গোল করেন ডেনজেল দামফ্রিস। বার্সার জন্য তখন পরিস্থিতি হয়ে উঠেছিল কঠিন। তবে হাল ছাড়েনি কাতালানরা।
২৪ মিনিটে প্রতিপক্ষ বক্সে একক নৈপুণ্যে ঢুকে ইন্টারের চার ডিফেন্ডারের মাঝে থেকে গোল করে ব্যবধান কমান লামিনে ইয়ামাল। এরপর চাপ বাড়াতে থাকে বার্সা, যার ফল আসে ৩৪ মিনিটে। পেদ্রির মাপা ক্রস থেকে রাফিনিয়ার হেড পাসে দুর্দান্ত ফিনিশিংয়ে গোল করেন ফেরান তরেস। এই গোলে চ্যাম্পিয়নস লিগে রাফিনিয়ার সরাসরি অবদান দাঁড়ায় ২০ গোল, যা বার্সার ইতিহাসে এক মৌসুমে সর্বোচ্চ, লিওনেল মেসিকে ছাড়িয়ে।
দ্বিতীয়ার্ধে প্রথমে ইন্টার কিছুটা আধিপত্য বিস্তার করলেও ধীরে ধীরে ম্যাচের নিয়ন্ত্রণ নেয় বার্সেলোনা। ৬৩ মিনিটে কর্নার থেকে ডেনজেল দামফ্রিস হেডে আবার এগিয়ে দেয় ইন্টারকে। তবে পরের মিনিটেই দুর্দান্ত দূরপাল্লার শটে গোল করে ম্যাচে ফেরান রাফিনিয়া—স্কোরলাইন আবার সমতায়, ৩-৩।
৭৫ মিনিটে ইন্টার মিলান আবারও গোলের দেখা পায়, তবে হেনরি মিখাতারিয়ানের করা গোলটি অফসাইডের কারণে বাতিল হয়ে যায়। শেষ মুহূর্তে বার্সা বেশ কয়েকটি সুযোগ তৈরি করলেও গোলপোস্ট ও ইন্টার গোলরক্ষক ইয়ান সোমার তাদের হতাশ করেন।
শেষ পর্যন্ত, বার্সেলোনায় অনুষ্ঠিত এই প্রথম লেগে ৩-৩ গোলে ড্র করে মাঠ ছাড়ে দুই দল। উত্তেজনায় ঠাসা সেমিফাইনালের নিষ্পত্তি এখন নির্ভর করছে সান সিরোতে অনুষ্ঠিত হতে যাওয়া দ্বিতীয় লেগের ওপর।