ভারতীয় ক্রিকেটের উদীয়মান প্রতিভাদের মধ্যে অন্যতম চেতন সাকারিয়া, যাকে বাংলাদেশের ক্রিকেট ভক্তরাও আপন করে নিয়েছিলেন। রাজস্থান রয়্যালসে মুস্তাফিজুর রহমানের সঙ্গে আইপিএলে খেলেছিলেন তিনি। এমনকি একাধিকবার বাংলাদেশি এই পেসারকে ‘কোচ’ বলে সম্বোধন করেছিলেন চেতন।

২০২১ সালে রাজস্থানের হয়ে দুর্দান্ত পারফরম্যান্স করেন চেতন সাকারিয়া। নিজের প্রথম আইপিএলে ১৪টি উইকেট শিকার করে আলোচনায় আসেন। এর পরের বছর জাতীয় দলে ডাক পান, ওয়ানডে ও টি-টোয়েন্টিতে অভিষেক ম্যাচে উইকেটও নেন। কিন্তু সেই উত্থানের পর তার ক্যারিয়ারের গতিপথ কিছুটা ধীর হয়ে যায়।

রাজস্থান ছেড়ে দিল্লি ক্যাপিটালসে যোগ দেওয়ার পর মৌসুমজুড়ে তেমন সুযোগ পাননি তিনি। দুই আসরে মাত্র ৫ ম্যাচ খেলে শিকার করেন ৬টি উইকেট। এরপরই বাঁ হাতের কবজির ইনজুরির কারণে ছিটকে যান বেশ কিছুদিনের জন্য।

নেট বোলার থেকে মেগা চুক্তি
চলতি আইপিএলে নেট বোলার হিসেবে কলকাতা নাইট রাইডার্সের (কেকেআর) দলে ছিলেন চেতন। মাত্র ২ লাখ রুপির বিনিময়ে কলকাতার স্কোয়াডে যুক্ত হন তিনি। কিন্তু ভাগ্যের চাকা ঘুরে যায় উমরান মালিকের ইনজুরির কারণে।

২০২৩ আইপিএলে দুর্দান্ত পারফর্ম করা উমরান মালিককে ৭৫ লাখ রুপিতে দলে নিয়েছিল কেকেআর। তবে চোটের কারণে পুরো আসর থেকে ছিটকে গেছেন এই গতি তারকা। তার পরিবর্তে সেই একই ৭৫ লাখ রুপির বিনিময়ে দলে যুক্ত হচ্ছেন চেতন সাকারিয়া।

কেকেআরের শক্তিশালী পেস আক্রমণে নতুন সংযোজন
উমরান মালিকের ছিটকে যাওয়ার বিষয়টি আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করেছে কলকাতা নাইট রাইডার্স। যদিও তার ইনজুরির ধরন নিয়ে এখনো কোনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি। তবে তার জায়গায় চেতন সাকারিয়াকে বেছে নিয়েছে বর্তমান চ্যাম্পিয়নরা।

এবারের আসরে কেকেআরের পেস আক্রমণে আছেন—
✅ আনরিখ নরকিয়া
✅ হার্শিত রানা
✅ স্পেন্সার জনসন
✅ বৈভব অরোরা
✅ মায়াঙ্ক মারকান্দে

এদের সঙ্গে এবার যুক্ত হচ্ছেন চেতন সাকারিয়া। গত মৌসুমেও কেকেআরের দলে থাকলেও এক ম্যাচও খেলার সুযোগ পাননি তিনি। এবার দেখা যাক, কলকাতার জার্সিতে মাঠে নামতে পারেন কি না!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts