উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরে যাচ্ছেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক তামিম ইকবাল। সবকিছু ঠিক থাকলে আগামী সোমবার (৭ এপ্রিল) তিনি সিঙ্গাপুরের উদ্দেশে দেশ ছাড়বেন বলে জানিয়েছেন তার পারিবারিক সূত্র।
সেখানে গিয়ে একজন অভিজ্ঞ হৃদ্রোগ বিশেষজ্ঞের সঙ্গে পরামর্শ করবেন এই অভিজ্ঞ ওপেনার। একই সঙ্গে তার পুরো শরীরের একটি পূর্ণাঙ্গ স্বাস্থ্যপরীক্ষাও করা হবে।
প্রথমে থাইল্যান্ডে যাওয়ার পরিকল্পনা থাকলেও পারিবারিক সিদ্ধান্তে শেষ পর্যন্ত গন্তব্য পরিবর্তন করে সিঙ্গাপুরে যাওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ইতোমধ্যে ভিসা ও বিমানের টিকিট নিশ্চিত করা হয়েছে বলে জানা গেছে।
বাংলাদেশ ক্রিকেট ইতিহাসের অন্যতম সফল এই ব্যাটার দীর্ঘদিন ধরেই শারীরিক নানা জটিলতায় ভুগছেন। এবার নতুন করে উন্নত চিকিৎসার জন্যই তার এই বিদেশযাত্রা।