হৃদরোগজনিত সমস্যার পর কিছুটা সুস্থ হয়ে বাসায় ফিরেছিলেন তামিম ইকবাল। তবে উন্নত চিকিৎসার প্রয়োজন হওয়ায় অবশেষে সিঙ্গাপুরে পাড়ি জমিয়েছেন এই অভিজ্ঞ ওপেনার ও বাংলাদেশ জাতীয় দলের সাবেক অধিনায়ক। সোমবার (৭ এপ্রিল) রাতেই ঢাকা ছেড়েছেন তামিম।
গত ২৪ মার্চ বিকেএসপিতে প্রিমিয়ার লিগের ম্যাচ চলাকালে দুবার হার্ট অ্যাটাক হয় তামিমের। সঙ্গে সঙ্গে তাকে নেয়া হয় পাশের কেপিজে হাসপাতালে, সেখানেই তার হৃদয়ে রিং পরানো হয়। চিকিৎসকদের মতে, তিনি সম্পূর্ণ সুস্থ হয়ে স্বাভাবিক জীবনে ফিরতে পারবেন, তবে এতে সময় লাগবে আরও প্রায় তিন মাস।
ঘটনার দিন দ্বিতীয় দফা হার্ট অ্যাটাকের পর অজ্ঞান হয়ে পড়েন তামিম, তখন মোহামেডান ক্লাবের ট্রেনার ইয়াকুব চৌধুরী ডালিম প্রায় ২০-২২ মিনিট ধরে তাকে সিপিআর দেন, যা শেষ পর্যন্ত তামিমের প্রাণ বাঁচাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এই সাহসী পদক্ষেপের জন্য চিকিৎসকদের প্রশংসাও কুড়িয়েছেন ডালিম।
পরে এভারকেয়ার হাসপাতালে চিকিৎসা নেন তামিম। কিছুটা সুস্থ হওয়ার পরই সিঙ্গাপুরে পাঠানো হয় আরো উন্নত পরীক্ষা-নিরীক্ষা ও চিকিৎসার জন্য।
তবে তিনি কোন হাসপাতালে ভর্তি হয়েছেন কিংবা কবে দেশে ফিরবেন, সে বিষয়ে এখনো আনুষ্ঠানিক কোনো ঘোষণা পাওয়া যায়নি। ক্রিকেটপ্রেমীরা তার দ্রুত সুস্থতা কামনা করছেন।