এবারের উইম্বলডনে কার্লোস আলকারাজ ছিলেন সবচেয়ে বড় ফেভারিট। দুইবারের টানা চ্যাম্পিয়ন হিসেবে এসেছিলেন হ্যাটট্রিকের মিশনে। তবে ইতিহাস গড়ার সেই অভিযানে বাধা হয়ে দাঁড়ালেন ইতালিয়ান তারকা ইয়ানিক সিনার। শেষ পর্যন্ত ফাইনালে পরাজিত হয়ে আলকারাজকে থামতে হয়, আর উইম্বলডনের নতুন রাজা হয়ে ওঠেন সিনার।

গত দুই আসরে আলকারাজ পরপর হারিয়েছেন গ্র্যান্ড স্ল্যাম কিংবদন্তি নোভাক জকোভিচকে। ২০২৩ সালের ফাইনালে পাঁচ সেটের রোমাঞ্চকর লড়াইয়ে জিতেছিলেন, আর ২০২৪ সালে দাপুটে পারফরম্যান্সে উড়িয়ে দিয়েছিলেন এই সার্ব তারকাকে। এবারও সেই ধারাবাহিকতা ধরে রাখার আশাই ছিল সবার।

ফাইনালেও দারুণ শুরু করেন আলকারাজ। প্রথম সেট ৬-৪ গেমে জিতে এগিয়ে যান তিনি। কিন্তু এরপর দৃঢ় প্রত্যাবর্তনে ম্যাচের মোড় ঘুরিয়ে দেন ইয়ানিক সিনার। দ্বিতীয়, তৃতীয় ও চতুর্থ সেটে একই ব্যবধানে—৬-৪, ৬-৪, ৬-৪—জিতে নিশ্চিত করেন নিজের প্রথম উইম্বলডন শিরোপা।

এই জয়ে সিনারের গ্র্যান্ড স্ল্যাম সংখ্যা দাঁড়াল ৪-এ। অন্যদিকে, আলকারাজ আছেন ৫ শিরোপা নিয়ে সামান্য এগিয়ে।

টেনিস বিশ্বে এখন স্পষ্ট এক পরিবর্তনের হাওয়া। ফেদেরার-নাদাল-জকোভিচের যুগ পেরিয়ে নতুন এক দ্বৈরথ শুরু হয়েছে—সিনার বনাম আলকারাজ। উইম্বলডনের এই ফাইনাল যেন সেই নতুন যুগেরই ঘোষণা দিয়ে গেল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts