চ্যাম্পিয়নস লিগ কোয়ার্টার ফাইনালের প্রথম লেগে বড় ধাক্কা খেয়েছে রিয়াল মাদ্রিদ। ইংলিশ ক্লাব আর্সেনালের বিপক্ষে ৩-০ গোলে হার দিয়ে কঠিন চ্যালেঞ্জের সামনে পড়েছে স্প্যানিশ জায়ান্টরা। তবে এখনই হাল ছাড়তে নারাজ রিয়ালের কোচ কার্লো আনচেলোত্তি।
লন্ডনের এমিরেটস স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচের প্রথমার্ধে গোলশূন্য ড্র করেছিল রিয়াল। তবে দ্বিতীয়ার্ধে ঘুরে দাঁড়ায় স্বাগতিক আর্সেনাল। ফ্রি–কিক থেকে ডেকলান রাইসের দুই গোল ও মিকেল মেরিনোর একমাত্র গোলে বড় জয় পায় আর্সেনাল।
ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে আনচেলোত্তি বলেন, “এটি আমাদের জন্য একটি কঠিন হার। আমরা এমন কিছু আশা করিনি। প্রথমার্ধে দল ভালো খেলেছে, রক্ষণভাগ ছিল সংগঠিত। কিন্তু দুটি সেট-পিসে গোল হজম করার পর আমরা মানসিক এবং শারীরিকভাবে ভেঙে পড়ি। শেষ ৩০ মিনিটের পারফরম্যান্স ছিল খুবই দুর্বল, যেটা রিয়াল মাদ্রিদের মতো দলের জন্য অস্বাভাবিক।”
তবে আনচেলোত্তির আশা, দ্বিতীয় লেগে সান্তিয়াগো বার্নাব্যুতে ঘুরে দাঁড়াতে পারে তার দল। ম্যাচটি অনুষ্ঠিত হবে আগামী ১৬ এপ্রিল।
“জয়ের জন্য আমাদের সব কিছু দিতে হবে,” বলেন রিয়াল কোচ। “সম্ভাবনা কম, তবে আমরা লড়াই চালিয়ে যাব। ফুটবলে সবসময়ই অপ্রত্যাশিত কিছু ঘটে। কেউ ভাবেনি আর্সেনাল দুটি ফ্রি-কিক থেকে গোল করবে, তেমনি বার্নাব্যুতে এমন অনেক কিছু ঘটেছে যা কেউ কল্পনাও করেনি। এখনও আমরা লড়াই করব, কারণ আশা এখনও পুরোপুরি শেষ হয়নি।”