আর্জেন্টিনার কিংবদন্তি সাবেক ফুটবলার লুইস গালভান আর নেই। ৭৭ বছর বয়সে শেষনিঃশ্বাস ত্যাগ করেন তিনি। দীর্ঘদিন ধরে অসুস্থতায় ভুগছিলেন এই সাবেক ডিফেন্ডার। নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে কর্দোভা শহরের একটি হাসপাতালে ভর্তি ছিলেন তিনি। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন।

গালভান ১৯৭০ সালে পেশাদার ফুটবলে পা রাখেন। ১৭ বছর ধরে আর্জেন্টিনার বিভিন্ন ক্লাবে খেলেছেন তিনি। ক্যারিয়ারের শেষদিকে কিছু সময় বলিভিয়ার একটি ক্লাবেও মাঠে দেখা যায় তাকে।

১৯৭৫ সালে আর্জেন্টিনা জাতীয় দলে অভিষেক হয় গালভানের। একই বছর প্যান আমেরিকান গেমসে জাতীয় দলের হয়ে খেলেন তিনি। ১৯৭৮ সালের বিশ্বকাপে আর্জেন্টিনার হয়ে প্রতিটি ম্যাচেই খেলেন এবং দলের বিশ্বকাপ জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। তিনি ১৯৮২ সালের বিশ্বকাপ দলেও ছিলেন, যদিও সেই আসরে আর্জেন্টিনা প্রত্যাশিত সাফল্য পায়নি।

১৯৮৩ সালে আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানান গালভান। পেশাদার ফুটবল থেকে সম্পূর্ণ অবসর নেন ১৯৮৭ সালে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts