বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের পেস বোলিং কোচের দায়িত্ব থেকে সরে দাঁড়িয়েছেন আন্দ্রে অ্যাডামস। ২০২৩ সালের ফেব্রুয়ারিতে দুই বছরের চুক্তিতে বাংলাদেশ দলের সঙ্গে যুক্ত হয়েছিলেন এই কিউই কোচ। তবে চুক্তির মেয়াদ পূর্ণ হওয়ার আগেই বিসিবি ও অ্যাডামস যৌথ সিদ্ধান্তে আলাদা হয়েছে।

সবশেষ জিম্বাবুয়ের বিপক্ষে হোম সিরিজেই ছিল অ্যাডামসের কোচ হিসেবে শেষ দায়িত্ব পালন। বিশ্বকাপ ও চ্যাম্পিয়নস ট্রফির মতো গুরুত্বপূর্ণ আসরে দায়িত্ব পালন করলেও বিসিবি পুরোপুরি সন্তুষ্ট হতে পারেনি তার কাজের ধরণে। ফলে আলোচনা করেই এই বিচ্ছেদের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। গতকাল তিনি আনুষ্ঠানিকভাবে বিসিবির কাছ থেকে বিদায় নেন।

এদিকে নতুন পেস বোলিং কোচ নিয়োগে এরই মধ্যে কাজ শুরু করেছে বিসিবি। বেশ কয়েকজন বিদেশি কোচের সঙ্গে যোগাযোগ করা হলেও দুইজনের নাম বেশি আলোচনায় এসেছে—পাকিস্তানের সাবেক পেসার উমর গুল এবং অস্ট্রেলিয়ার সাবেক গতিতারকা শন টেইট। তবে উমর গুলের সঙ্গে আলোচনায় আশানুরূপ অগ্রগতি না হওয়ায় এগিয়ে রয়েছেন টেইট।

বিসিবির এক পরিচালক জানিয়েছেন, “টেইটই এখন পর্যন্ত সবচেয়ে এগিয়ে রয়েছেন। তবে এখনো কিছু আনুষ্ঠানিকতা বাকি আছে।” ধারণা করা হচ্ছে, আসন্ন সংযুক্ত আরব আমিরাত সিরিজে নতুন কোচ না থাকলেও, পাকিস্তান সিরিজের আগেই পেসার নাহিদ রানাদের পেতে হতে পারে নতুন পেস বোলিং কোচ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts