বিশ্বের যেকোনো প্রিমিয়ার লিগ বা ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটই হোক না কেন ওয়েস্ট ইন্ডিজের ক্রিকেটের দাপট সবখানেই দেখা যায়। বড় বড় চার আর ছয় হাকানো উইন্ডিজ ক্রিকেটারদের যেন টেস্ট ক্রিকেটের প্রতি তেমন আগ্রহই নেই। আর তাইতো বেশির ভাগ সময়ই দেখা যায় তাদের ফ্র্যাঞ্চাইজি লিগে ব্যস্ত থাকতে। কিন্তু তাদের মধ্যে ব্যতিক্রম ছিলেন শ্যানন গ্যাব্রিয়েল। তিনি টেস্ট ক্রিকেটকে প্রাধান্য দিয়ে লম্বা সময় দলকে সার্ভিস দিয়ে গেছেন পেস বোলিংয়ে। অবশেষে ক্রিকেটকে বিদায় জানালেন ক্যারিবীয় এই ক্রিকেটার।
২৮ শে আগস্ট (বুধবার) তার ইন্সটাগ্রামে ইতি টানার কথা জানান গ্যাব্রিয়েল। তিনি লেখেন, আমি ওয়েস্ট ইন্ডিজের হয়ে গত ১২ বছর ধরে আন্তর্জাতিক পর্যায়ে ভালোবাসার খেলাটা খেলেছি, সর্বোচ্চ পর্যায়ে আনতে নিজেকে নিংড়ে দিয়েছি। কিন্তু সব ভালো জিনিসই একটা সময় গিয়ে থেমে যায়। আজ আমি আন্তর্জাতিক ক্রিকেট আমার অবসর ঘোষণা করছি।
ক্রিকেটকে বিদায় জানানোর মুহুর্তে তিনি সৃষ্টিকর্তার প্রতি কৃতজ্ঞতার কথাও ভোলেননি, তিনি আরও লেখেন, ওয়েস্ট ইন্ডিজের হয়ে খেলার সময় আমার পরিবার ও আমি অসংখ্য আশীর্বাদ এবং সুযোগ পেয়েছি, তার জন্য আমি সৃষ্টিকর্তার কাছে কৃতজ্ঞতা প্রকাশ করতে চাই। আমি ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজ প্রশাসকদের আন্তরিক ধন্যবাদ জানাতে চাই। কোচ এবং স্টাফদেরও। আপনারা আমার যাত্রা সুন্দর করে তুলেছেন।
তবে আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানালেও ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট খেলে যাবেন গ্যাব্রিয়েল। এ প্রসঙ্গে তিনি লিখেন, সামনের দিকে এগিয়ে যেতে চাই। আগে যেমন আন্তর্জাতিক ক্রিকেটে করেছি, তেমনি দেশের ক্লাব ও ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে প্রতিনিধিত্ব করতে চাই।
গ্যাব্রিয়েলের শুরুটা হয় ২০১২ সালে টেস্ট ক্রিকেট দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে পা রাখেন। তারপর থেকে দলের সাথে কাটিয়ে দিয়েছেন দীর্ঘ এক যুগ। গ্যাব্রিয়েল ওয়েস্ট ইন্ডিজের হয়ে তিন ফরম্যাটে ৮৬টি ম্যাচ খেলেছেন তিনি, উইকেট নিয়েছেন ২০২টি। এই ৮৬ ম্যাচের মধ্যে ৫৯টিই টেস্ট, টেস্টে তার শিকার ১৬৬ উইকেট অবশেষে ইতিও টানলেন।