সবকিছু প্রায় চূড়ান্তই ছিল। ব্রাজিল ফুটবল ফেডারেশনও ভেবেছিল, বহু কাঙ্ক্ষিত ইউরোপিয়ান কোচ কার্লো আনচেলত্তিকে এবার তারা পাচ্ছে। স্বস্তিতে ছিলেন ব্রাজিল সমর্থকরাও। কিন্তু মাত্র কয়েক ঘণ্টার ব্যবধানে বদলে যায় পুরো চিত্র। এখন নিশ্চিত হয়ে গেছে, রিয়াল মাদ্রিদ ছাড়ছেন না আনচেলত্তি, ফলে ব্রাজিলের কোচও হচ্ছেন না।
প্রশ্ন উঠেছে, প্রায় চূড়ান্ত হওয়ার পরও কেন এই সিদ্ধান্ত? এর উত্তর দিতে গিয়ে উঠে এসেছে নানা কারণ। তবে সবচেয়ে বড় ভূমিকা রেখেছে রিয়াল মাদ্রিদের প্রেসিডেন্ট ফ্লোরেন্তিনো পেরেজের অবস্থান। ব্রাজিলের বিশ্বস্ত সংবাদমাধ্যম গ্লোবো জানিয়েছে, আনচেলত্তিকে রিয়াল ছাড়তে একপ্রকার বাধা দিয়েছেন পেরেজ।
সম্প্রতি লন্ডনে আনচেলত্তির সঙ্গে দেখা করেন ব্রাজিল ফেডারেশনের প্রতিনিধিরা। সেখানে আলোচনা ইতিবাচক হলেও, বিষয়টি ভালোভাবে নেননি রিয়াল সভাপতি। তিনি আনচেলত্তিকে স্মরণ করিয়ে দেন ২০২৬ সাল পর্যন্ত তার বর্তমান চুক্তির কথা, এবং জানান ক্লাব বিশ্বকাপে রিয়ালের ডাগআউট সামলাতে হবে তাকেই।
প্রথমে ধারণা করা হয়েছিল, আনচেলত্তি রিয়াল ছাড়লেও ক্লাব তার চুক্তি অনুযায়ী ২০২৬ সাল পর্যন্ত পারিশ্রমিক পরিশোধ করবে। কিন্তু শেষ সময়ে এসে পেরেজ সে সিদ্ধান্ত থেকে সরে দাঁড়ান। রিয়ালের বেশিরভাগ পরিচালক ‘এক্সিট ফি’ দিতে রাজি থাকলেও, পেরেজ তাতে সম্মত হননি। বরং স্পষ্ট করে জানান, ক্লাব ছেড়ে গেলে আনচেলত্তিকে কোন অর্থ দেওয়া হবে না এবং ব্রাজিলে যেতে হলে সেটাও হবে নিজের দায়িত্বে, বিনা পারিশ্রমিকে।
এছাড়া আরও একটি বড় কারণ ছিল আনচেলত্তির নিজস্ব উদ্বেগ। গ্লোবোর এক সাংবাদিকের বরাতে জানা গেছে, ব্রাজিলের নিরাপত্তা পরিস্থিতি এবং ফুটবল প্রশাসনের অস্থিতিশীল অবস্থাও কোচের সিদ্ধান্তে প্রভাব ফেলেছে। তিনি মনে করছেন, এমন পরিবেশে কাজ করাটা ঝুঁকিপূর্ণ হতে পারে।
এই পরিস্থিতিতে ব্রাজিল ফুটবল ফেডারেশন আনচেলত্তির সঙ্গে আর কোনো আলোচনা চালিয়ে যাবে না বলেই জানানো হয়েছে। নতুন করে ব্রাজিল দলের কোচ হওয়ার দৌড়ে এগিয়ে রয়েছেন সৌদি ক্লাব আল-হিলালের বর্তমান কোচ হোর্হে জেসুস।
চূড়ান্ত নাটকীয়তার পর আপাতত রিয়ালেই থাকছেন কার্লো আনচেলত্তি।