ক্রিকেটপ্রেমীদের জন্য উত্তেজনার আরেকটি দিন, আজ থেকে শুরু হচ্ছে আইপিএল মেগা নিলাম। সৌদি আরবের জেদ্দায় দুপুর সাড়ে তিনটায় এই ক্রিকেটার কেনা-বেচার জমজমাট আসর বসবে। এবারের নিলামের তালিকায় রয়েছে ৫৭৭ জন ক্রিকেটার, তবে প্রথম দিনে ১২ বাংলাদেশি ক্রিকেটারের কারোর নাম উঠছে না। দশ ফ্র্যাঞ্চাইজি মিলে খরচ করতে পারবে সর্বোচ্চ ৬৪৭ কোটি রুপি, যার মধ্যে পাঞ্জাব কিংসের হাতে রয়েছে সবচেয়ে বেশি ১১০ কোটি ৫০ লাখ রুপি।
মেগা নিলামের বিশেষত্ব
তিন বছর পর আবারও ফিরছে আইপিএলের মেগা নিলাম। এবার নতুনত্বের ছোঁয়া, আরব আমিরাতের পরিবর্তে নিলাম অনুষ্ঠিত হচ্ছে সৌদি আরবের জেদ্দায়। ১৫৭৪ ক্রিকেটারের মধ্যে প্রাথমিক বাছাই শেষে ৫৭৭ জনের তালিকা চূড়ান্ত করা হয়েছে। এর মধ্যে ৩৬৭ জন ভারতীয় এবং ২১০ জন বিদেশি।
বিদেশি ক্রিকেটারদের মধ্যে সবচেয়ে বেশি রয়েছেন ইংল্যান্ডের ৩৮ জন, যেখানে শেষ মুহূর্তে যোগ হয়েছেন জোফরা আর্চার। এর পরই রয়েছেন অস্ট্রেলিয়া, দক্ষিণ আফ্রিকা, নিউজিল্যান্ডের খেলোয়াড়রা। তালিকায় যুক্তরাষ্ট্র, আয়ারল্যান্ড এবং স্কটল্যান্ডের খেলোয়াড়ও জায়গা পেয়েছেন।
বাংলাদেশি ক্রিকেটারদের অংশগ্রহণ
দুই দিনের এই নিলামের প্রথম দিনে বাংলাদেশের ১২ জন ক্রিকেটারের কারোরই নাম উঠছে না। মুস্তাফিজুর রহমান, সাকিব আল হাসান, তাসকিন আহমেদ এবং মেহেদী হাসান মিরাজদের ভাগ্য নির্ভর করছে ফ্র্যাঞ্চাইজিদের আগ্রহের ওপর। মুস্তাফিজ আছেন সর্বোচ্চ ভিত্তিমূল্য ২ কোটি রুপির ক্যাটাগরিতে, যেখানে সাকিব, তাসকিন, এবং মিরাজের ভিত্তিমূল্য ১ কোটি রুপি।
পূর্ববর্তী আসরে চেন্নাই সুপার কিংসের হয়ে খেলা মুস্তাফিজকে এবারও দলে ভেড়াতে আগ্রহী হতে পারে ফ্র্যাঞ্চাইজিগুলো।
ফ্র্যাঞ্চাইজিগুলোর প্রস্তুতি
প্রতি ফ্র্যাঞ্চাইজির জন্য বরাদ্দ রয়েছে ১২০ কোটি রুপি। রাজস্থান রয়্যালস রিটেইন করা ক্রিকেটারদের জন্য সর্বাধিক খরচ করে নিলামের জন্য রেখেছে মাত্র ৪১ কোটি রুপি, অন্যদিকে পাঞ্জাব কিংস হাতে রেখেছে সবচেয়ে বেশি অর্থ। দল গঠনে প্রত্যেক ফ্র্যাঞ্চাইজি সর্বোচ্চ ২৫ এবং সর্বনিম্ন ১৮ জন ক্রিকেটার নিতে পারবে।
আইপিএল ২০২৪-এর সূচনা
১৮তম আসর শুরু হবে ১৪ মার্চ এবং চলবে ২৫ মে পর্যন্ত। মাঠে নামার আগে আজ ও আগামীকাল নিলামের মাধ্যমে চূড়ান্ত হবে দলগুলোর স্কোয়াড। এবার ভাগ্য খুলবে সর্বাধিক ২০৪ জন ক্রিকেটারের। নিলামের আলো কেড়ে নেবেন ঋষভ পন্ত, লোকেশ রাহুল এবং জশ বাটলারদের মতো তারকারা।
অর্থ, কৌশল আর উত্তেজনায় মোড়ানো আইপিএল মেগা নিলাম ঘিরে বিশ্বজুড়ে ক্রিকেটপ্রেমীদের নজর আজকের দিনের দিকে।