মেগা নিলামের আগে ছয়জন ক্রিকেটারকে ধরে রেখেছে কলকাতা নাইট রাইডার্স (কেকেআর)। এরা একাদশে নিয়মিত মুখ হবেন। তবে প্রথম একাদশের বাকি পাঁচজন এবং ব্যাকআপ স্কোয়াড গড়তে নিলামে বিশেষ মনোযোগ দিতে হবে ডিফেন্ডিং চ্যাম্পিয়নদের।

এখনও তাদের বাজেটে রয়েছে ৫১ কোটি টাকা।
ধরে রাখা ছয় খেলোয়াড়ের তালিকায় আছেন সুনিল নারিন, আন্দ্রে রাসেল, রিংকু সিং, রামানদীপ সিং, হর্ষিত রানা ও বরুণ চক্রবর্তী। নারিন মূলত স্পিনার হলেও ইনিংস ওপেন করার দক্ষতা আছে। রাসেল অলরাউন্ডার, রিংকু ও রামানদীপ মিডল ও লোয়ার মিডল অর্ডারে কার্যকরী। হর্ষিত পেসার এবং বরুণ বিশেষজ্ঞ স্পিনার হিসেবে আছেন।

ওপেনিং পার্টনার খোঁজা
নারিনের সঙ্গে ওপেনিংয়ে অংশীদার হতে পারেন ফিল সল্ট, যিনি গত বছর ১২ ম্যাচে ৪৩৫ রান করেছিলেন এবং উইকেটরক্ষকের দায়িত্বও সামলেছেন। যদি সল্টকে না পাওয়া যায়, গুরবাজ বা ভারতীয় খেলোয়াড় ঈশান কিশান কিংবা ঋষভ পান্ত হতে পারেন বিকল্প।

পেস বোলিং শক্তি বাড়ানো
একজন অভিজ্ঞ পেসার খুঁজছে কেকেআর। গত মৌসুমে মিচেল স্টার্ক এই দায়িত্বে ছিলেন। এবার তাদের লক্ষ্য হতে পারে জেরাল্ড কোয়েটজে, গাস অ্যাটকিনসন, তাসকিন আহমেদ। ভারতীয়দের মধ্যে মোহাম্মদ শামি, উমেশ যাদব বা মোহাম্মদ সিরাজ হতে পারেন বিকল্প।

স্পিন বিভাগের শক্তিশালীকরণ
স্পিনার হিসেবে দলে ইতিমধ্যে আছেন নারিন ও বরুণ। তবে আরও একজন স্পিনার নিতে পারে তারা। বিদেশি স্পিনার হিসেবে আল্লাহ গাজানফার হতে পারেন একটি নাম। ভারতীয়দের মধ্যে সুয়াশ শর্মা বা অভিজ্ঞ যুজবেন্দ্র চহাল এবং রবিচন্দ্রন অশ্বিনও থাকতে পারেন বিবেচনায়।

কেকেআরের লক্ষ্য হবে সঠিক সংমিশ্রণ তৈরি করে স্কোয়াড শক্তিশালী করা এবং শিরোপা ধরে রাখা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts