আইপিএলে পাঞ্জাবের প্রধান কোচোর দায়িত্ব পেলেন রিকি পন্টিং
ইন্ডিয়ান প্রিমিয়ার লীগে দিল্লি ক্যাপিটালের হয়ে
টানা ৭ বছর হেড কোচের দায়িত্ব পালনের পর এ বছরের শুরুর দিকে দিল্লি ক্যাপিটালস ছেড়েছিলেন রিকি পন্টিং। এবারের আইপিএলে পাঞ্জাব কিংসের কোচ হয়ে ফের ফিরলেন অস্ট্রেলিয়ার সর্বকালের সেরা এই অধিনায়ক। আইপিএলের আগামী আসরে পাঞ্জাবের দায়িত্বে থাকবেন পন্টিং।
১৮ সেপ্টেম্বর ( বুধবার) আনুষ্ঠানিক বিবৃতিতে পন্টিংকে দায়িত্ব দেয়ার ঘোষণা দিয়েছে পাঞ্জাব ফ্র্যাঞ্চাইজি। আইপিএলে পন্টিংয়ের নেতৃত্বে ৭ মৌসুমে তিনবার প্লে-অফে খেলে দিল্লি ক্যাপিটালস। ২০১৯ ও ২০২১ সালে তারা খেলেছিল প্লে-অফ। ২০২০ সালের আইপিএলে ফাইনালে উঠেও শিরোপার লড়াইয়ে মুম্বাই ইন্ডিয়ান্সের বিপক্ষে হেরে ট্রফি হাতছাড়া করার মতো আক্ষেপও রয়েছে তাদের।
আজ পাঞ্জাবের প্রধান কোচ হিসেবে পন্টিংকে চূড়ান্ত করার পর পাঞ্জাবের সিইও সতীশ মেনন বলেছেন, পরবর্তী চার মৌসুমের জন্য আমাদের দলকে পরিচালনা ও তৈরি করার জন্য রিকিকে পেয়ে আমরা আনন্দিত। তার অভিজ্ঞতা মাঠের সাফল্য এনে দিতে আমাদের স্কোয়াডের উন্নতিতে সহায়তা করবে।
রিকি পন্টিং আইপিএলে ২০০৮ সালে প্রথম আসর থেকেই অংশ নেয়। উদ্বোধনী মৌসুমে কলকাতা নাইট রাইডার্সের হয়ে খেলেন তিনি। পরবর্তীতে মুম্বাই ইন্ডিয়ান্সের ২০১৩ সাল পর্যন্ত খেলেন তিনি। ২০১৪ সালে উপদেষ্টা হিসেবে মুম্বাইয়ের কোচিং স্টাফে যোগ দেন পন্টিং। পরের দুই বছর একই দলের প্রধান কোচের দায়িত্ব পালন করেন তিনি। পরে পন্টিং ২০১৮ সালে দিল্লিতে যোগ দেন।