আন্তর্জাতিক ক্রিকেট ক্যারিয়ারের শেষ পর্যায়ে পৌঁছেছেন আফগানিস্তানের অভিজ্ঞ অলরাউন্ডার মোহাম্মদ নবি। ৩৯ বছর বয়সী নবি সিদ্ধান্ত নিয়েছেন ওয়ানডে ফরম্যাট থেকে অবসর নেওয়ার। আগামী ২০২৫ চ্যাম্পিয়ন্স ট্রফির মাধ্যমে ৫০ ওভারের ক্রিকেটকে বিদায় বলবেন তিনি। বাংলাদেশের বিপক্ষে ২-১ ব্যবধানে সিরিজ জয়ের পরই নবি এই সিদ্ধান্তের ঘোষণা দেন।

আফগান ক্রিকেট বোর্ডের (এসিবি) সঙ্গেও এ বিষয়ে আলোচনা করেছেন নবি। তার পরিকল্পনা ওয়ানডে থেকে অবসর নিলেও টি-টোয়েন্টি আন্তর্জাতিক ক্রিকেট চালিয়ে যাওয়া। সিরিজের অফিসিয়াল ব্রডকাস্টারকে তিনি বলেন, “গত (২০২৩) ওয়ানডে বিশ্বকাপের পর থেকেই আমি ফরম্যাটটি ছাড়ার কথা ভাবছিলাম। চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য আমরা কোয়ালিফাই করায় মনে হলো এই টুর্নামেন্ট খেলে বিদায় নেওয়াটা বিশেষ হবে।”

আফগানিস্তানের হয়ে সর্বাধিক ১৬৭টি ওয়ানডে খেলা নবি ব্যাট-বলে অসাধারণ পারফরম্যান্স দেখিয়ে হয়েছেন ওয়ানডে ফরম্যাটের এক নম্বর অলরাউন্ডার। ২০০৯ সালে স্কটল্যান্ডের বিপক্ষে তার ওয়ানডে অভিষেক হয়, আর এখন পর্যন্ত দ্বিতীয় সর্বোচ্চ রান সংগ্রহকারী হিসেবে ৩৬০০ রান করেছেন তিনি। ২৭.৪৮ গড়ে করেছেন ১৭টি ফিফটি, পাশাপাশি বল হাতে শিকার করেছেন ১৭২ উইকেট, যা আফগানিস্তানের পক্ষে দ্বিতীয় সর্বোচ্চ।

২০২৫ চ্যাম্পিয়ন্স ট্রফি হবে আফগানিস্তানের প্রথমবারের মতো এই টুর্নামেন্টে অংশগ্রহণ। ওয়ানডে বিশ্বকাপে চমৎকার পারফরম্যান্সের কারণে আফগানরা এই টুর্নামেন্টে জায়গা করে নেয়, যেখানে তারা ষষ্ঠ সেরা দল হিসেবে উঠে আসে। চ্যাম্পিয়ন্স ট্রফিতে প্রথম আট দল খেলার সুযোগ পায়, তবে এ তালিকায় সাবেক দুই বিশ্বচ্যাম্পিয়ন শ্রীলঙ্কা ও ওয়েস্ট ইন্ডিজ জায়গা পায়নি। আগামী ১৯ ফেব্রুয়ারি থেকে পাকিস্তানে শুরু হতে পারে চ্যাম্পিয়ন্স ট্রফি, যদিও হাইব্রিড মডেল নিয়েও আলোচনা চলছে।

উল্লেখ্য, আফগানিস্তানের ক্রিকেটে দীর্ঘদিন ধরে নির্ভরযোগ্য পারফর্মার মোহাম্মদ নবি। যুদ্ধ বিধ্বস্ত দেশটির হয়ে ২০১৫ বিশ্বকাপে নেতৃত্ব দেন তিনি, খেলেছেন ২০১৯ ও ২০২৩ বিশ্বকাপও। তবে ২০১৯ সালে তিনি আন্তর্জাতিক টেস্ট থেকে অবসর নেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts