আসন্ন অনূর্ধ্ব-১৯ নারী টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের গ্রুপে রয়েছে শক্তিশালী অস্ট্রেলিয়া। তবে প্রতিপক্ষের শক্তি নয়, নিজেদের দক্ষতার ওপর আস্থা রাখছেন বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ নারী দলের অধিনায়ক সুমাইয়া আক্তার।
বাংলাদেশের গ্রুপ ‘ডি’-তে রয়েছে অস্ট্রেলিয়া, নেপাল এবং স্কটল্যান্ড। প্রতিযোগিতায় নিজেদের প্রস্তুতি ও প্রত্যাশার বিষয়ে দেশ ছাড়ার আগে সংবাদ সম্মেলনে কথা বলেছেন সুমাইয়া।
সুমাইয়া বলেন, ‘আমরা ম্যাচ বাই ম্যাচ এগোব। আমাদের দল বেশ শক্তিশালী। আমাদের ভূমিকাগুলো যদি ঠিকঠাক পালন করতে পারি, তাহলে ভালো ফলাফল সম্ভব। আমরা জানি আমাদের শক্তির জায়গাগুলো কোথায়। সেগুলো কাজে লাগিয়ে খেললে সফল হব।’
অস্ট্রেলিয়ার মতো দলকে নিয়ে ভীত না হওয়ার বার্তা দিয়ে তিনি আরও যোগ করেন, ‘অস্ট্রেলিয়া হোক বা অন্য যে কোনো দল, আমরা নিজেদের খেলাটা খেলতে চাই। বরং আমরা মনে করি, অস্ট্রেলিয়ারাই ভীত থাকবে যে তারা বাংলাদেশের গ্রুপে পড়েছে।’
বিশ্বকাপের আগে শ্রীলঙ্কায় প্রস্তুতি সিরিজ
১৮ জানুয়ারি মালয়েশিয়ায় শুরু হবে অনূর্ধ্ব-১৯ নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ। তবে এর আগে প্রস্তুতি হিসেবে শ্রীলঙ্কার সঙ্গে একটি চার ম্যাচের সিরিজ খেলবে বাংলাদেশ নারী অনূর্ধ্ব-১৯ দল।
বাংলাদেশ দল বৃহস্পতিবার দেশ ছেড়ে শ্রীলঙ্কায় যাবে। সেখান থেকে সরাসরি বিশ্বকাপে অংশ নিতে মালয়েশিয়ায় যাবে সুমাইয়া আক্তারের দল।
এই প্রস্তুতি সিরিজ ও বিশ্বকাপ নিয়ে দলের আত্মবিশ্বাস ও দৃঢ়তা প্রমাণ করে, বাংলাদেশ জুনিয়র টাইগ্রেসরা বড় কিছু করার লক্ষ্য নিয়েই মাঠে নামবে।