অনূর্ধ্ব-১৯ যুব এশিয়া কাপের ফাইনালে জায়গা করে নিয়েছে বাংলাদেশ। সেমিফাইনালে শক্তিশালী পাকিস্তানকে সাত উইকেটের বড় ব্যবধানে হারিয়েছে আজিজুল হাকিমের নেতৃত্বাধীন দল। বোলিংয়ে ইকবাল হোসেন ইমন ও মারুফ মৃধার দাপটের পর আজিজুল হাকিমের অসাধারণ হাফ সেঞ্চুরিতে জয় নিশ্চিত হয়। ফাইনালে বাংলাদেশ মোকাবিলা করবে ভারতের, যারা আরেক সেমিফাইনালে শ্রীলঙ্কাকে সাত উইকেটে পরাজিত করেছে।
পাকিস্তানের ইনিংস:
টস জিতে পাকিস্তানকে ব্যাটিংয়ে পাঠায় বাংলাদেশ। টাইগার যুবাদের পেস আক্রমণে শুরু থেকেই বিপদে পড়ে পাকিস্তান। প্রথম ওভারেই মারুফ মৃধার দুর্দান্ত বোলিংয়ে ওপেনার উসমান খান ফেরেন শূন্য রানে। নিজের দ্বিতীয় ওভারে আরেক ওপেনার শাহজাইব খানকেও আউট করেন মারুফ।
এরপর সাইদ বেগ ও মোহাম্মদ রিয়াজউল্লাহ কিছুটা প্রতিরোধ গড়ার চেষ্টা করেন। তাদের ৪৭ রানের জুটি ভাঙেন ইকবাল হোসেন ইমন, যিনি সাইদ বেগকে ১৮ রানে আউট করেন। ব্যক্তিগত ২৮ রানে ইমন ফেরান রিয়াজউল্লাহকেও।
পাকিস্তানের ইনিংসের শেষদিকে ফারহান ইউসুফের ৩২ রানের ঝোড়ো ইনিংসই তাদের স্কোর একশ পার করতে সাহায্য করে। ৩৭ ওভারে পাকিস্তান অলআউট হয় মাত্র ১১৬ রানে। বাংলাদেশের হয়ে ইকবাল হোসেন ইমন ২৪ রানে চারটি এবং মারুফ মৃধা ২৩ রানে দুটি উইকেট নেন।
বাংলাদেশের ইনিংস:
স্বল্প লক্ষ্য তাড়া করতে নেমে বাংলাদেশও শুরুতে ধাক্কা খায়। সপ্তম ওভারে কালাম সিদ্দিকি শূন্য রানে আউট হন। এরপর জাওয়াদ আবরার ১৭ রান করে ফিরে যান।
তবে এরপর দলকে টেনে নেন আজিজুল হাকিম। মোহাম্মদ শিহাব জেমসকে সঙ্গে নিয়ে ৫৭ রানের গুরুত্বপূর্ণ জুটি গড়েন। জেমস ২৬ রান করে আউট হলে আজিজুল এবং রিজান হোসেন মিলে দলকে জয় এনে দেন। আজিজুল হাকিম অপরাজিত থাকেন ৪২ বলে ৬১ রান করে, যেখানে ছিল সাতটি চার ও তিনটি ছক্কা।
২২.১ ওভারে মাত্র তিন উইকেট হারিয়ে লক্ষ্যে পৌঁছে যায় বাংলাদেশ।
পরবর্তী ধাপ:
ফাইনালে বাংলাদেশের প্রতিপক্ষ ভারত। দুই দলই নিজেদের সেরা ফর্মে আছে, যা একটি উত্তেজনাপূর্ণ ম্যাচের ইঙ্গিত দিচ্ছে।