ঢাকার রাত তখন গরম আর উত্তেজনায় থরথর করছে। আলো ঝলমলে গ্যালারিতে হাজারো কণ্ঠের গর্জন মিশে গেছে রাতের হালকা বাতাসে। স্কোরবোর্ড বলছে দুই গোলে পিছিয়ে বাংলাদেশ। সময় গড়িয়ে যাচ্ছে, কিন্তু আশা এখনো বেঁচে। এমন এক মুহূর্তে প্রতিপক্ষ গোলরক্ষকের ব্যর্থতায় পেনাল্টি বক্সে ভেতরে বল এলো মোরসালিনের পায়ে। এক পলকে শট, বল গিয়ে জড়াল হংকংয়ের জালে। গ্যালারি এক ঝলকে বিস্ফোরিত হলো, যেন রাতের আকাশেও প্রতিধ্বনি হলো সেই গোলের শব্দ। কিন্তু ঠিক এরপর যা ঘটল, সেটাই বাংলাদেশের ফুটবলের আসল প্রতিচ্ছবি।